বিবি মরিয়ম কামান

ঢাকার ঢাকা গেটের সামনে রক্ষিত মোগল শাসনামলের একটি কামান

বিবি মরিয়ম কামান ভারতে মোগল শাসনামলের নির্মিত একটি বৃহদাকার কামান যা দুর্ধর্ষ দস্যুদের নিবৃত্ত করতে নির্মাণ করা হয়েছিল। ব্রিটিশ শাসনামলে এটিকে বিবি মরিয়ম নামাকরণ করা হয়।[২] বর্তমানে এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঢাকা গেটের সামনে রক্ষিত। [৩] এটি মোগল শাসনামলের একটি বিশেষ নিদর্শন। সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে মোগল সেনাপতি মীর জুমলার আমলে এটি ঢাকায় স্থাপন করা হয়।[৪] এটি 'মীর জুমলার কামান' নামেও পরিচিত।[৫]

বিবি মরিয়ম কামান
মানচিত্র
অবস্থানঢাকা, বাংলাদেশ
ধরনকামান
উপাদানপেটা লোহা[১]
সম্পূর্ণতা তারিখ১৭ শতাব্দী
১৮৮৫ খ্রিস্টাব্দে চকবাজার শাহী মসজিদের সামনে অবস্থিত বিবি মরিয়ম কামান

ইতিহাস সম্পাদনা

বাংলার সুবাদার মীর জুমলা আসাম অভিযানে এটি ব্যবহার করেছিলেন। ৬৪,৮১৫ পাউন্ড ওজনের এই কামানটি পরে তিনি বাংলা সুবার তৎকালীন রাজধানী ঢাকার বড় কাটরার সম্মুখভাগে সোয়ারীঘাটে স্থাপন করেন। পরবর্তীতে এর অর্ধাংশ বালির নিচে তলিয়ে যায়। ১৮৪০ খ্রিস্টাব্দে লেখা কর্নেল ডেভিডসনের রচনায় এ বিষয়টির উল্লেখ রয়েছে। ১৮৪০ সালে ঢাকার তদানিন্তন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ওয়াল্টার্স ব্রিটিশ প্রকৌশলীদের সহায়তায় সোয়ারীঘাট হতে উত্তোলন করে চকবাজার এলাকায় স্থাপন করেন।[৪]

 
গুলিস্তানে বিবি মরিয়ম কামান

১৯১৭ (অনেকের মতে ১৯২৫) খ্রিস্টাব্দে ঢাকা জাদুঘরের পরিচালক নলিনীকান্ত ভট্টশালীর উৎসাহে এটিকে সদরঘাটে স্থাপন করা হয়।[৬] পরে ১৯৫৭ খ্রিস্টাব্দে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) এর সভাপতি জিএ মাদানী পাকিস্তান সেনাবাহিনীর প্রকৌশলীদের মাধ্যমে এটিকে ডিআইটি অ্যাভিনিউ ও জিন্নাহ অ্যাভিনিউয়ের (বর্তমানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ) সংযোগস্থলে গুলিস্থানে স্থানান্তর করেন। ১৯৮৩ সালে এটিকে ওসমানী উদ্যান এ স্থানান্তরিত করা হয়। ৪০ বছর পর ২০২৩ সালের ডিসেম্বরে কামানটি ওসমানী উদ্যান থেকে সরিয়ে ঢাকার আরেক ঐতিহাসিক নিদর্শন ঢাকা গেটের সামনে স্থাপন করা হয়।[৭]

 
ঢাকা গেট বা মীর জুমলা গেটের পশ্চিম পাশে স্থাপিত বিবি মরিয়ম কামান। ২০২৩ সালের ডিসেম্বরে এটি ওসমানী উদ্যান থেকে এনে এখানে স্থাপন করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bibi Mariam Cannon" (ইংরেজি ভাষায়)। Porzoton। ২০২১-০৩-২৮। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৮ 
  2. জনকণ্ঠে ২০-১০-২০১০ তারিখে মূদ্রিত প্রতিবেদন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. নতুন ঠিকানায় ৩৫০ বছর পুরনো মীর জুমলার কামান, কালের কণ্ঠ, ৩০ ডিসেম্বর ২০২৩
  4. মুনতাসীর মামুন, "ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী", ৩য় সংস্করণ, ৪র্থ মূদ্রণ, জানুয়ারি ২০০৪, অনন্যা প্রকাশনালয়, ঢাকা, পৃষ্ঠা ১৮০, আইএসবিএন ৯৮৪-৪১২-১০৪-৩
  5. ঢাকাবাসীকে ভয়, ভক্তি আর রোমাঞ্চের অনুভূতি এনে দিয়েছিল যে দুটি কামান, দি বিজনেস স্ট্যান্ডার্ড, ২১ সেপ্টেম্বর ২০২২
  6. দাস, স্বপন কুমার (৮ নভেম্বর ২০০৯)। "বলছি সেই কামানটির কথা"দৈনিক প্রথম আলো। ২০১৮-১০-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭ 
  7. নতুন ঠিকানায় ৩৫০ বছর পুরনো মীর জুমলার কামান, কালের কণ্ঠ, ৩০ ডিসেম্বর ২০২৩