বদরপুর বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

বদরপুর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫১ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (এগারো বার)।

বদরপুর
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৫ নং চিহ্নিত কেন্দ্রটি বদরপুর
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৫ নং চিহ্নিত কেন্দ্রটি বদরপুর
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগবরাক উপত্যকা
জেলাকরিমগঞ্জ
কেন্দ্র নং.
লোকসভা কেন্দ্র১. করিমগঞ্জ
নির্বাচনী বছর১,৬২,৪৪১ (২০২১)

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৬২,৪৪১ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮২,৭৪৭ জন এবং নারী ভোটার ৭৯,৬৯২ জন। এছাড়াও দুইজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। বদরপুর বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৬৩।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৩৯,০৬৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭২,৪৫৬ জন এবং নারী ভোটার ৬৬,৬০৭ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,২৯,৩৬৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬৭,৪৩৮ জন এবং নারী ভোটার ৬১,৯২৫ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন বিধায়ক[৪] দল সময়কাল
২০২১ আব্দুল আজীজ এআইইউডিএফ ২০২১-বর্তমান
২০১৬ জামাল উদ্দিন আহমেদ আইএনসি ২০১১-২০২১
২০১১
২০০৬ আনোয়ারুল হক এআইইউডিএফ ২০০৬-১১
২০০১ জামাল উদ্দিন আহমেদ এআইটিসি ২০০১-০৬
১৯৯৬ আবু সালেহ নাজিমুদ্দিন আইএনসি ১৯৯১-২০০১
১৯৯১
১৯৮৫ রমেন্দ্র দে সিপিআই(এম) ১৯৮৫-৯১
১৯৮৩ গোলাম সুভনী চৌধুরী আইএনসি ১৯৮৩-৮৫
১৯৭৮ রমেন্দ্র দে সিপিআই(এম) ১৯৭৮-৮৩
১৯৭২ মৌলানা আব্দুল জলিল চৌধুরী আইএনসি ১৯৬২-৭৮
১৯৬৭
১৯৬২
১৯৫৮ বিমলা প্রসাদ চলিহা ১৯৫৮-৬২
১৯৫৭ মৌলানা আব্দুল জলিল চৌধুরী ১৯৫১-৫৮
১৯৫১

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : বদরপুর[৫]
দল প্রার্থী ভোট % ±%
গণতান্ত্রিক মোর্চা আব্দুল আজীজ ৭৪,৪৫২ ৫৬.৬২% +২৪.৫০
বিজেপি বিশ্বরূপ ভট্টাচার্য ৫০,৫০৪ ৩৮.৪১% +৬.৬৯
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৬,৫৩৬ ৪.৯৭% অপ্রযোজ্য
জয়ের ব্যবধান ২৩,৯৪৮ ১৮.২১% +১৬.৩৬
ভোটার উপস্থিতি ১,৩১,৪৯২ ৮০.৯০% -০.০৪
কংগ্রেস থেকে গণতান্ত্রিক মোর্চা অর্জন করেছে সুইং

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : বদরপুর
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস জামাল উদ্দিন আহমেদ ৩৮,২৬৬ ৩৪.০০ -৫.১৬
গণতান্ত্রিক মোর্চা আব্দুল আজীজ ৩৬,১৭৮ ৩২.১৫ +১.০৫
বিজেপি দীপক দেব ৩৫,৬৯৪ ৩১.৭২ +৪.৮৯
স্বতন্ত্র সাজিদুল হক ৪১৮ ০.৩৭ অপ্রযোজ্য
এসপি কামরুল ইসলাম ৩০৩ ০.২৬ অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৬৬০ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ২,০৮৮ ১.৮৫ -৬.২১
ভোটার উপস্থিতি ১,১২,৫১৯ ৮০.৯৪ +৮.৯৩
নিবন্ধিত ভোটার ১,৩৯,০০৩
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১১ : বদরপুর
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস জামাল উদ্দিন আহমেদ ৩৫,৮৬৯ ৩৯.১৬ +১১.২৫
গণতান্ত্রিক মোর্চা হেলাল উদ্দিন চৌধুরী ২৮,৪৮৭ ৩১.১০ -৫.৫৯
বিজেপি বিশ্বরূপ ভট্টাচার্য ২৪,৫৭৩ ২৬.৮৩ -৩.৩১
তৃণমূল ফখরুদ্দিন ১,১৯৪ ১.৩০ অপ্রযোজ্য
স্বতন্ত্র মঈনুল ইসলাম ৮৩৭ ০.৯১ অপ্রযোজ্য
এনসিপি ফখরুদ্দিন আলি আহমেদ ৬৪৪ ০.৭০ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ৭,৪৮২ ৮.০৬ +১.৫১
ভোটার উপস্থিতি ৯১,৬০৪ ৭২.০১ +৬.১৫
নিবন্ধিত ভোটার ১,২৭,২১৩
গণতান্ত্রিক মোর্চা থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Badarpur constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/badarpur-election-result-s03a005/
  4. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।