কৃতিকা কামরা

ভারতীয় অভিনেত্রী

কৃতিকা কামরার জন্ম ১৯৮৮ সালের ২৫ অক্টোবর।[১] কৃতিকা মধ্যপ্ৰদেশ এর এক হিন্দু ধৰ্মাবলম্বী পরিবারে জন্ম গ্ৰহন করেন। কৃতিকা স্কুল শিক্ষা দিল্লী পাব্লিক স্কুল থেকে করেন। অতি কম সময়ের ভিতরে ভারতীয় টেলিভিশন এর ধারাবাহিক জগতে নিজের প্ৰতিভার প্ৰসার ঘটাতে সক্ষম হন কৃতিকা।কৃতিকা এনআইইএফ তে ফ্যাশানের উপর ডিগ্ৰী করা অবস্থায় তিনি "ইহা কে হাম হে সিকেন্দার" ধারাবাহিকের অফার পান।এজন্য তাকে প্রথম বর্ষের পর ডিগ্রি পড়া ছেড়ে দেন।এরপর তিনি এনডিটিভি ইমাজিনের “কিতনি মোহবত হে” ধারাবাহিক অভিনয় করতে শুরু করেন ও এর মাধ্যমে যুব সমাজের রোল মডেলে পরিণত হন। পরে কৃতিকা মুম্বাই এ পরা কলা বিষয়ে ডিগ্ৰী করেন। কৃতিকা তার অভিনয়ের মাধ্যমে সমগ্ৰ ভারতের মন আকৰ্ষণ করতে সক্ষম হন। তিনি বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। সনি টিভির “কুছ তো লোগ কহেংগে” নামক ধারাবাহিকে ডক্টর নিধি বৰ্মা হিসেবে অভিনয় করে ও তিনি বেশ জনপ্রিয়তা পান।

কৃতিকা কামরা
আগলির প্রিমিয়ারে কৃতিকা
জন্ম (1988-10-25) ২৫ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৫)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনয়
কর্মজীবন২০০৭-বর্ত‌মান
উচ্চতা৫' ১০"

অনুষ্ঠান সম্পাদনা

তথ্যসূত্ৰ সম্পাদনা

  1. "Welcome to Kritika Kamra's Profile"। জানুয়ারি ৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১২ 
  2. "TV Shows of Kritika Kamra"। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১২