উয়েফা ইউরো ২০২৪ ফাইনাল

উয়েফা ইউরো ২০২৪ ফাইনাল ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা কর্তৃক আয়োজিত চতুর্বষীয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১৬তম আসর উয়েফা ইউরো ২০২৪-এর ফাইনাল ম্যাচ। এই ম্যাচটি ২০২৪ সালের ১৪ই জুলাই তারিখে জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে সেমি-ফাইনালের দুই বিজয়ী দল প্রতিদ্বন্দ্বিতা করবে।[১]

উয়েফা ইউরো ২০২৪ ফাইনাল
প্রতিযোগিতাউয়েফা ইউরো ২০২৪
তারিখ১৪ জুলাই ২০২৪ (2024-07-14)
২০২৮ →

মাঠ সম্পাদনা

এই ম্যাচটি জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা শারলটেনবুর্গ-ভিলমার্সডর্ফের ভেস্টেন্ডে অবস্থিত। ২০১৮ সালের ২৭শে সেপ্টেম্বর তারিখে, উয়েফা এক ঘোষণায় জানিয়েছিল যে ২০২৪ সালের আসর জার্মানিতে অনুষ্ঠিত হবে, এরপূর্বে তারা সুইজারল্যান্ডের নিওঁয়ে আয়োজক নির্বাচনের ভোটে তুরস্ককে পরাজিত করেছিল।[২][৩] ২০২৪ সালের মে মাসে উয়েফা কার্যনির্বাহী কমিটি আসরের ফাইনালের মাঠ হিসেবে অলিম্পিক স্টেডিয়ামকে বেছে নিয়েছে, যেখানে এই আসরের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি ১৬ দলের পর্বের ম্যাচ এবং একটি কোয়ার্টার–ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।[৪][৫]

অলিম্পিক স্টেডিয়াম ১৯৩৬ সালে অলিম্পিয়াপার্ক বার্লিনে উদ্বোধন করা হয়েছিল, যা ১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের অন্যতম আয়োজক স্টেডিয়াম ছিল। স্টেডিয়ামটি বার্লিন রাজ্যের মালিকানাধীন এবং ১৯৬৩ সাল থেকে ফুটবল ক্লাব হের্টা বিএসসির নিজস্ব মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জার্মানি জাতীয় দলও মাঝেমধ্যে এই মাঠে নিজেদের ঘরোয়া ম্যাচ আয়োজন করে থাকে। এছাড়াও অলিম্পিক স্টেডিয়াম বেশ কয়েকটি উল্লেখযোগ্য ম্যাচের আয়োজন করেছে, যার মধ্যে ১৯৭৪ এবং ২০০৬ বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অন্যতম, যার মধ্যে ইতালি এবং ফ্রান্সের মধ্যকার ফাইনাল ছিল।[৬] এটি ১৯৮৫ সাল থেকে প্রতি বছর ডিএফবি-পোকাল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ এই মাঠেই অনুষ্ঠিত হয়। এটি ২০১১ ফিফা মহিলা বিশ্বকাপের পাশাপাশি বার্সেলোনা এবং ইয়ুভেন্তুসের মধ্যকার ২০১৪–১৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এই মাঠেই আয়োজন করা হয়েছে।[৭][৮]

ফাইনালে উত্তীর্ণের পথ সম্পাদনা

৪৯তম ম্যাচের বিজয়ী পর্ব ৫০তম ম্যাচের বিজয়ী
প্রতিপক্ষ ফলাফল গ্রুপ পর্ব প্রতিপক্ষ ফলাফল
ম্যাচ ১
ম্যাচ ২
ম্যাচ ৩
অবস্থান
প্রতিপক্ষ ফলাফল নকআউট পর্ব প্রতিপক্ষ ফলাফল
১৬ দলের পর্ব
কোয়ার্টার-ফাইনাল
সেমি-ফাইনাল

ম্যাচ সম্পাদনা

বিস্তারিত সম্পাদনা

ম্যাচ ৪৯-এর বিজয়ীম্যাচ ৫১ম্যাচ ৫০-এর বিজয়ী
প্রতিবেদন

ম্যাচের নিয়ম[৯]

  • ৯০ মিনিট
  • ৩০ মিনিট অতিরিক্ত সময় (যদি প্রয়োজন হয়)
  • পেনাল্টি শুট-আউট (যদি ফলাফল সমতায় থাকে)
  • সর্বাধিক ১২ জন বদলি খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত
  • সর্বাধিক ৫ জন খেলোয়াড় বদল করা যাবে, অতিরিক্ত সময়ে ষষ্ঠ খেলোয়াড় বদল করা যাবে[টীকা ১]

টীকা সম্পাদনা

  1. প্রতিটি দলকে বদল করার জন্য মাত্র তিনটি সুযোগ (অতিরিক্ত সময়ে চতুর্থ সুযোগ ব্যতীত) দেওয়া হয়েছিল, প্রথমার্ধ শেষে অতিরিক্ত সময়ের পূর্বে এবং অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে বদল করা খেলোয়াড়গণ এই গণনায় থাকবে না।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "UEFA Euro 2024 match schedule" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২৩ 
  2. "Germany to host UEFA EURO 2024"। UEFA। ২৭ সেপ্টেম্বর ২০১৮। 
  3. "Euro 2024: Germany beats Turkey to host tournament"BBC Sport। ২৭ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  4. "Uefa EURO 2024 Final in the Olympiade stadion Berlin, Six Games in the Capital"। ২০ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২৩ 
  5. "EURO 2024 host cities: Venue guide"uefa.com (ইংরেজি ভাষায়)। UEFA। ২০২২। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২ 
  6. "Italy – France"FIFA.com। Fédération Internationale de Football Association। ১২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬ 
  7. Nine Host Cities announced. FIFA.com. 30 September 2008. Retrieved 1 October 2008.
  8. "Executive Committee decides hosts for 2015 finals"UEFA.org। Union of European Football Associations। ২৩ মে ২০১৩। ৪ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৫ 
  9. "Regulations of the UEFA European Football Championship 2022–24"UEFA.com। Union of European Football Associations। ১ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা