২০২৪ উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (জার্মান: Fußball-Europameisterschaft 2024; এছাড়াও উয়েফা ইউরো ২০২৪ অথবা সংক্ষেপে ইউরো ২০২৪ নামে পরিচিত) উয়েফা দ্বারা আয়োজিত চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১৭তম আসরের চূড়ান্ত পর্ব, যেখানে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার অন্তর্ভুক্ত ২৪টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতা করবে। এই আসরটি ২০২৪ সালের ১৪ই জুন হতে ১৪ই জুলাই পর্যন্ত জার্মানির ১০টি শহরের ১০টি মাঠে অনুষ্ঠিত হবে। এই আসরের বিজয়ী দল পরবর্তীকালে ২০২৫ কনমেবল–উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্সে ২০২৪ কোপা আমেরিকার বিজয়ী দলের মুখোমুখি হবে। এই আসরে অংশগ্রহণের মাধ্যমে জর্জিয়া উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অভিষেক করবে।

উয়েফা ইউরো ২০২৪
United by Football. Vereint im Herzen Europas.
(বাংলা: ফুটবল দ্বারা ঐক্যবদ্ধ, ইউরোপের প্রাণকেন্দ্রে ঐক্যবদ্ধ।)
বিবরণ
স্বাগতিক দেশ জার্মানি
তারিখ১৪ জুন – ১৪ জুলাই
দল২৪
মাঠ১০ (১০টি আয়োজক শহরে)

এই আসরের মাধ্যমে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো তৃতীয়বারের মতো জার্মান ভূখণ্ডে এবং দ্বিতীয়বারের মতো একীভূত জার্মানিতে অনুষ্ঠিত হবে, প্রাক্তন পশ্চিম জার্মানি ১৯৮৮ সালের আসরটির আয়োজক ছিল এবং একাধিক দেশের আয়োজনে উয়েফা ইউরো ২০২০-এর চারটি ম্যাচ মিউনিখে অনুষ্ঠিত হয়েছে। একই সাথে লাইপ্‌ৎসিশ এই আসরের ম্যাচ আয়োজন করার মাধ্যমে প্রাক্তন পূর্ব জার্মানি প্রথমবারের মতো উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে, এর পাশাপাশি প্রথমবারের মতো একীভূত জার্মানি একক আয়োজক দেশ হিসেবে প্রতিযোগিতাটি চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে।[১][২] কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের আসরটি ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার পর এই প্রতিযোগিতাটি পুনরায় তার স্বাভাবিক চার বছরের চক্রে অনুষ্ঠিত হবে।

ইতালি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০২০ সালে ইংল্যান্ডের সাথে অতিরিক্ত সময় পর ১–১ গোলে ড্র করার পর পেনাল্টি শুট-আউটে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত করে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[৩][৪][৫]

আয়োজক নির্বাচন সম্পাদনা

২০১৭ সালের ৮ই মার্চ তারিখে উয়েফা এক ঘোষণায় জানিয়েছিল যে, নির্ধারিত সময়সীমা ২০১৭ সালের ৩রা মার্চ তারিখের পূর্বে কেবলমাত্র দুইটি দেশ (জার্মানি এবং তুরস্ক) এই আসরটি আয়োজনে তাদের ইচ্ছা প্রকাশ করেছে।[৬][৭]

উয়েফা নির্বাহী কমিটি একটি গোপন ভোটের মাধ্যমে আয়োজক নির্বাচন করে,[৮][৯] যেখানে জয়ের জন্য শুধুমাত্র সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন হয়ে থাকে। যদি ভোটের সংখ্যা সমান হয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত উয়েফার সভাপতি আলেকসান্দার চেফেরিনের উপর নির্ভর করে।[১০][১১] উয়েফার নির্বাহী কমিটির ২০ জন সদস্যের মধ্যে রেইনহার্ড গ্রিন্ডেল (জার্মানি) এবং সের্ভেত ইয়ার্দিমজি (তুরস্ক) ভোট দিতে পারেনি, কেননা স্বদেশ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকায় তারা অযোগ্য ছিল। লার্স-ক্রিস্টার ওলসন (সুইডেন) অসুস্থতার কারণে ভোটের সময় অনুপস্থিত ছিলেন। সর্বমোট ১৭ জন সদস্য এই আসরের আয়োজক নির্বাচন প্রক্রিয়ায় ভোট প্রদান করতে পেরেছিলেন।[১২][১৩][১৪]

২০১৮ সালের ২৭শে সেপ্টেম্বর তারিখে, সুইজারল্যান্ডের নিওঁতে আয়োজক নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল।[১২][১৫][১৬] জার্মানি প্রাথমিকভাবে উয়েফা ইউরো ২০২০-এর একক আয়োজক হওয়ার পরিকল্পনা করেছিল, তবে ২০১২ সালের মে মাস পর্যন্ত তারা কোন দৃঢ় আগ্রহ প্রকাশ করেনি।[১৭]

ভোটের ফলাফল
দেশ ভোট
  জার্মানি ১২
  তুরস্ক
অনুপস্থিত
মোট ১৭

বাছাইপর্ব সম্পাদনা

 
মানচিত্রে বাছাইপর্বে অংশগ্রহণকারী দল:
  উত্তীর্ণ দল
  অনুত্তীর্ণ দল
  নিষিদ্ধ দল
  উয়েফার সদস্য নয়

আয়োজক হিসেবে জার্মানি এই আসরের জন্য স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়েছে, তবে দলটি বাছাইপর্বে অংশগ্রহণ করেছিল; অবশিষ্ট ২৩টি অবস্থানের জন্য সর্বমোট ৫৩টি দল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণে উত্তীর্ণ হওয়ার জন্য বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করেছে; বাছাইপর্বে ১০টি গ্রুপের প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী দল সরাসরি বাছাইপর্বের মাধ্যমে ২০টি স্থান অর্জন করেছে, বাকি তিনটি স্থান প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হয়েছে।[১৮] ২০২২–২৩ উয়েফা নেশনস লিগে সেরা খেলা প্রদর্শন করা দলগুলোকে প্লে-অফে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছিল, যারা ইতিমধ্যে মূল বাছাইপর্বের প্রতিযোগিতা হতে বাদ পরেছে।[১৯] ২০২২ সালের ৯ই অক্টোবর তারিখে ফ্রাঙ্কফুর্টের ফেস্থালেতে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছিল।[২০][২১] বাছাইপর্বের গ্রুপ পর্ব ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবং প্লে-অফের ম্যাচ ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হয়।[২২]

উত্তীর্ণ দল সম্পাদনা

এই আসরের অংশগ্রহণকারী ২৪টি দলের মধ্যে ১৯টি দল গত আসরে অংশগ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন ইতালি ও রানার-আপ ইংল্যান্ড, ২০২২ বিশ্বকাপের রানার-আপ ফ্রান্স ও তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়াপর্তুগাল একমাত্র দল যারা পুরো বাছাইপর্বে সকল ম্যাচ জয়লাভ করে এই আসরের জন্য উত্তীর্ণ হয়েছে; অন্যদিকে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, হাঙ্গেরি এবং রোমানিয়া অপরাজিত থেকে উত্তীর্ণ হয়েছে।[২৩]

আলবেনিয়া এবং রোমানিয়া ইউরো ২০২০-এ অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েও এই আসরে উত্তীর্ণ হয়েছে; যার মধ্যে আলবেনিয়া দ্বিতীয়বারের মতো উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছে। সার্বিয়া এবং স্লোভেনিয়া উভয়ই ইউরো ২০০০-এর পর প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণে উত্তীর্ণ হয়েছে, সার্বিয়া ও মন্টিনিগ্রো পৃথক জাতি হওয়ার পরে প্রথমবারের মতো উত্তীর্ণ হয়েছে এবং স্লোভেনিয়া একটি স্বাধীন জাতি হিসেবে চতুর্থবারের মতো বড় কোন প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে।[২৪][২৫] এই আসরের প্লে-অফে পেনাল্টিতে গ্রিসকে পরাজিত করার মাধ্যমে জর্জিয়া ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের পর প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে; এর মাধ্যমে জর্জিয়া এই আসরের একমাত্র দল হিসেবে উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অভিষেক করবে এবং এর ফলে ১৯৬০ সালে অনুষ্ঠিত প্রথম আসরের পর থেকে প্রতিটি চূড়ান্ত আসরের মতো এই আসরেও নূন্যতম একটি দল অভিষেক করবে।[২৬]

এই আসরে অংশগ্রহণে ব্যর্থ হওয়া উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে সুইডেন, রাশিয়া এবং ওয়েলস অন্যতম। সুইডেন ১৯৯৬ সালের ইউরোর পর প্রথমবারের মতো উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে এবং ২০২২ বিশ্বকাপে বাদ পড়ার পর টানা দ্বিতীয় কোন বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে। রাশিয়াকে (যারা ইউরো ২০০০ থেকে নিয়মিতভাবে প্রতিটি চূড়ান্ত আসরে অংশগ্রহণ করতো) ইউক্রেনে দেশটির আক্রমণের পর বাছাইপর্ব থেকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল, এর মাধ্যমে ১৯৯২ সালে যুগোস্লাভিয়ার পরে প্রথমবারের মতো কোন জাতীয় দলকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৬ ইউরোর সেমিফাইনালসহ আগের দুই আসরে নকআউট পর্বে ওঠা ওয়েলস প্লে-অফে পেনাল্টিতে পোল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। পূর্ববর্তী আসরে অভিষেক হওয়ার পর উত্তর মেসিডোনিয়া এবং ফিনল্যান্ড এই আসরে উত্তীর্ণ হতে হয়েছে।

নিষিদ্ধ রাশিয়া সম্পাদনা

২০২২ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে, ক্রোয়েশিয়ার হভারে উয়েফার নির্বাহী কমিটির সভায় নিশ্চিত করা হয়েছিল যে রাশিয়া ইউরো ২০২৪-এর বাছাইপর্ব থেকে বাদ পড়বে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে দেশটির আক্রমণের পরে উয়েফা কর্তৃক সকল বয়সী রুশ দলকে নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে রাশিয়া ২০০০ সালের পর প্রথমবারের মতো ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে পারবে না।[২৭][২৮][২৯][৩০]

দল মাধ্যম তারিখ অংশগ্রহণ[ক]
  জার্মানি[খ] আয়োজক ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৩ (১৯৭২, ১৯৭৬, ১৯৮০, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
  বেলজিয়াম গ্রুপ এফ-এ প্রথম স্থান অধিকারী ১৩ অক্টোবর ২০২৩ ৬ (১৯৭২, ১৯৮০, ১৯৮৪, ২০০০, ২০১৬, ২০২০)
  ফ্রান্স গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী ১৩ অক্টোবর ২০২৩ ১০ (১৯৬০, ১৯৮৪, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
  পর্তুগাল গ্রুপ জে-এ প্রথম স্থান অধিকারী ১৩ অক্টোবর ২০২৩ ৮ (১৯৮৪, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
  স্কটল্যান্ড গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী ১৫ অক্টোবর ২০২৩ ৩ (১৯৯২, ১৯৯৬, ২০২০)
  স্পেন গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী ১৫ অক্টোবর ২০২৩ ১১ (১৯৬৪, ১৯৮০, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
  তুরস্ক গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারী ১৫ অক্টোবর ২০২৩ ৫ (১৯৯৬, ২০০০, ২০০৮, ২০১৬, ২০২০)
  অস্ট্রিয়া গ্রুপ এফ-এ দ্বিতীয় স্থান অধিকারী ১৬ অক্টোবর ২০২৩ ৩ (২০০৮, ২০১৬, ২০২০)
  ইংল্যান্ড গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী ১৭ অক্টোবর ২০২৩ ১০ (১৯৬৮, ১৯৮০, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০১২, ২০১৬, ২০২০)
  হাঙ্গেরি গ্রুপ জি-এ প্রথম স্থান অধিকারী ১৬ নভেম্বর ২০২৩ ৪ (১৯৬৪, ১৯৭২, ২০১৬, ২০২০)
  স্লোভাকিয়া[গ] গ্রুপ জে-এ দ্বিতীয় স্থান অধিকারী ১৬ নভেম্বর ২০২৩ 5 (১৯৬০, ১৯৭৬, ১৯৮০, ২০১৬, ২০২০)
  আলবেনিয়া গ্রুপ ই-এ প্রথম স্থান অধিকারী ১৭ নভেম্বর ২০২৩ ১ (২০১৬)
  ডেনমার্ক গ্রুপ এইচ-এ প্রথম স্থান অধিকারী ১৭ নভেম্বর ২০২৩ ৯ (১৯৬৪, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০১২, ২০২০)
  নেদারল্যান্ডস গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী ১৮ নভেম্বর ২০২৩ ১০ ১৯৭৬, ১৯৮০, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০২০)
  রোমানিয়া গ্রুপ আই-এ প্রথম স্থান অধিকারী ১৮ নভেম্বর ২০২৩ ৫ (১৯৮৪, ১৯৯৬, ২০০০, ২০০৮, ২০১৬)
   সুইজারল্যান্ড গ্রুপ আই-এ দ্বিতীয় স্থান অধিকারী ১৮ নভেম্বর ২০২৩ ৫ (১৯৯৬, ২০০৪, ২০০৮, ২০১৬, ২০২০)
  সার্বিয়া[ঘ] গ্রুপ জি-এ দ্বিতীয় স্থান অধিকারী ১৯ নভেম্বর ২০২৩ ৫ (১৯৬০, ১৯৬৮, ১৯৭৬, ১৯৮৪, ২০০০)[ঙ]
  চেক প্রজাতন্ত্র[গ] গ্রুপ ই-এ দ্বিতীয় স্থান অধিকারী ২০ নভেম্বর ২০২৩ ১০ (১৯৬০, ১৯৭৬, ১৯৮০, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
  ইতালি গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী ২০ নভেম্বর ২০২৩ ১০ (১৯৬৮, ১৯৮০, ১৯৮৮, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
  স্লোভেনিয়া গ্রুপ এইচ-এ দ্বিতীয় স্থান অধিকারী ২০ নভেম্বর ২০২৩ ১ (২০০০)
  ক্রোয়েশিয়া গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারী ২১ নভেম্বর ২০২৩ ৬ (১৯৯৬, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
  জর্জিয়া প্লে-অফ পথ সি-এ বিজয়ী ২৬ মার্চ ২০২৪ ০ (অভিষেক)
  ইউক্রেন প্লে-অফ পথ বি-এ বিজয়ী ২৬ মার্চ ২০২৪ ৩ (২০১২, ২০১৬, ২০২০)
  পোল্যান্ড প্লে-অফ পথ এ-এ বিজয়ী ২৬ মার্চ ২০২৪ ৪ (২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
  1. গাঢ় দ্বারা উক্ত বছরের জন্য চ্যাম্পিয়নকে নির্দেশ এবং বাঁকা দ্বারা উক্ত বছরের আয়োজককে নির্দেশ করা হয়েছে।
  2. ১৯৭২ হতে ১৯৮৮ সাল পর্যন্ত জার্মানি পশ্চিম জার্মানি হিসেবে প্রতিযোগিতা করেছিল।
  3. ১৯৬০ থেকে ১৯৮০ পর্যন্ত, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র চেকোস্লোভাকিয়া হিসেবে প্রতিযোগিতা করেছিল।[৩১][৩২][৩৩][৩৪]
  4. ১৯৬০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সার্বিয়া যুগোস্লাভিয়া হিসেবে এবং ২০০০ সালে যুগোস্লাভিয়া হিসেবে প্রতিযোগিতা করেছিল।
  5. যুগোস্লাভিয়া প্রাথমিকভাবে ১৯৯২ সালে (যুগোস্লাভিয়া হিসেবে উত্তীর্ণ হওয়ার পর) অংশগ্রহণ করার কথা ছিল, তবে জাতিসংঘ কর্তৃক সকল আন্তর্জাতিক খেলাধুলা থেকে নিষিদ্ধ হওয়ার পরে দলটি প্রতিস্থাপিত হয়েছিল।

মাঠ সম্পাদনা

ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচ আয়োজন করার জন্য উয়েফা কর্তৃক নির্ধারিত ন্যূনতম ৩০,০০০ ধারণক্ষমতার স্টেডিয়ামের প্রয়োজনীয়তা রয়েছে, যা পূরণকারী জার্মানির বেশ কয়েকটি স্টেডিয়াম রয়েছে।[৩৫]

জার্মানি ইউরো ২০২৪-এর জন্য নির্বাচিত দশটি মাঠের মধ্যে ৯টি ২০০৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্যবহার করেছে: বার্লিন, ডর্টমুন্ড, মিউনিখ, কোলন, স্টুটগার্ট, হামবুর্গ, লাইপৎসিশ, ফ্রাঙ্কফুর্ট এবং গেলসেনকির্খেন[৩৬][৩৭] ডুসেলডর্ফ (যা ২০০৬ সালের বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেনি, তবে ইতিপূর্বে ১৯৭৪ ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরো ১৯৮৮-এর ম্যাচ আয়োজন করেছিল) এই আসরের দশম মাঠ হিসেবে ম্যাচ আয়োজন করবে; অন্যদিকে, হানোফার, নুরেমবার্গ এবং কাইজারস্লাউটার্ন (যা ২০০৬ সালের বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছে, অধিকন্তু হানোফারের ক্ষেত্রে ১৯৭৪ এবং ১৯৮৮-এর আসর), এই আসরের কোন ম্যাচ আয়োজন করবে না।

ব্রেমেন এবং মনশেডগ্লাডবাখের মতো অন্যান্য স্টেডিয়ামগুলো এই আসরের জন্য নির্বাচন করা হয়নি।[৩৮] এই মাঠগুলো জার্মানির সকল প্রধান অঞ্চলকে অন্তর্ভুক্ত করে, তবে এই আসরে সর্বাধিক সংখ্যক মাঠসহ এলাকাটি হচ্ছে উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের রাইন-রুর মেট্রোপলিটন অঞ্চল, যেখানে ১০টি আয়োজক শহরের মধ্যে চারটি (ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, গেলসেনকির্খেন এবং কোলন) অন্তর্ভুক্ত।[৩৯]

বার্লিন মিউনিখ ডর্টমুন্ড স্টুটগার্ট
অলিম্পিক স্টেডিয়াম আলিয়ানৎস আরেনা বিভিবি স্টাডিয়ন ডর্টমুন্ড স্টুটগার্ট এরিনা
ধারণক্ষমতা: ৭৪,৪৬১ ধারণক্ষমতা: ৭০,০৭৬ ধারণক্ষমতা: ৬৫,৮৪৯ ধারণক্ষমতা: ৫৪,৯০৬
 
 
   
গেলসেনকির্খেন ফ্রাঙ্কফুর্ট
আরেনা আউফশালকে ফ্রাঙ্কফুর্ট এরিনা
ধারণক্ষমতা: ৫৪,৭৪০ ধারণক্ষমতা: ৫৪,৬৯৭
 
 
হামবুর্গ ডুসেলডর্ফ কোলন লাইপৎসিশ
ফোক্সপার্কস্টাডিয়ন ডুসেলডর্ফ এরিনা কোলন স্টেডিয়াম রেড বুল এরিনা
ধারণক্ষমতা: ৫২,২৪৫ ধারণক্ষমতা: ৫১,০৩১ ধারণক্ষমতা: ৪৯,৮২৭ ধারণক্ষমতা: ৪২,৯৫৯
       

প্রশিক্ষণ ঘাঁটি সম্পাদনা

প্রতিটি দল ম্যাচের জন্য প্রশিক্ষণ এবং অবস্থান করার জন্য একটি "প্রশিক্ষণ ঘাঁটি" বেছে নিয়েছে, তবে দলের প্রশিক্ষণ ঘাঁটিগুলো অবশ্যই জার্মানিতে হওয়ার শর্ত ছিল। দলগুলো পুরো প্রতিযোগিতা জুড়ে এই স্থানগুলোতে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং অবস্থান করবে, তাদের ঘাঁটি থেকেই তারা বিভিন্ন মাঠে আয়োজিত ম্যাচের জন্য ভ্রমণ করবে।[৪০]

দল ঘাঁটি প্রশিক্ষণ মাঠ
  আলবেনিয়া কামেন, জার্মানি[৪১] স্পোর্টসেন্ট্রুম কাইজেরাউ
  অস্ট্রিয়া বার্লিন, জার্মানি[৪২] মোমসেনস্টাডিয়ন
  বেলজিয়াম লুডভিগসবুর্গ, জার্মানি[৪৩] ভাসেনস্টাডিয়ন (এসজিভি ফ্রাইবার্গ আম নেকার)
  ক্রোয়েশিয়া নয়রুপিন, জার্মানি[৪৪] ফোক্সপার্কস্টাডিয়ন (নয়রুপিন)
  চেক প্রজাতন্ত্র হামবুর্গ, জার্মানি[৪৫] এডমুন্ড-প্লামবেক-স্টাডিয়ন (নর্ডারস্টেট)
  ডেনমার্ক ফ্রয়েডেনস্টাট, জার্মানি[৪৬] হারমান-সাম-স্টাডিয়ন
  ইংল্যান্ড ব্লাঙ্কেনহাইন, জার্মানি[৪৭] গলফ্রেসোর্ট ভাইম্নারের লান্ড
  ফ্রান্স বাড লিপসপ্রিঙ্গে, জার্মানি[৪৮] হোম ডিলাক্স এরিনা (পাডারবর্ন)
  জর্জিয়া ভালবার্ট, জার্মানি
  জার্মানি হার্ৎসোখেনাউরাখ, জার্মানি[৪৯] আডিডাস ক্যাম্পাস/হোমগ্রাউন্ড
  হাঙ্গেরি ভাইলার-জিমারবার্গ, জার্মানি[৫০] টানেনহফ রিসোর্ট, স্পোর্ট অ্যান্ড স্পা
  ইতালি ইজালোন, জার্মানি[৫১]
  নেদারল্যান্ডস ভলফসবুর্গ, জার্মানি[৫২] আওক স্টাডিয়ন (ভলফসবুর্গ)
  পোল্যান্ড হানোফার, জার্মানি[৫৩] আইলেনরিডেস্টাডিয়ন
  পর্তুগাল হার্সেভিঙ্কেল, জার্মানি[৫৪]
  রোমানিয়া ভুরৎসবুর্গ, জার্মানি[৫৫] আকন আরেনা (ভুরৎসবুর্গার কিকার্স)
  স্কটল্যান্ড গার্মিশ-পার্টেনকির্খেন, জার্মানি[৫৬] স্টাডিয়ন আম গ্রোবেন
  সার্বিয়া আউগসবুর্গ, জার্মানি[৫৭] রোসেনাউস্টাডিয়ন (আউগসবুর্গ)
  স্লোভাকিয়া মাইনৎস, জার্মানি[৫৮] ব্রুখভেগস্টাডিয়ন (মাইনৎস)
  স্লোভেনিয়া ভুপার্টাল, জার্মানি[৫৯] স্টাডিয়ন আম জু (ভুপারটাল)
  স্পেন ডোনাউয়েশিঙ্গেন, জার্মানি[৬০] ডার অশবার্গহফ
   সুইজারল্যান্ড স্টুটগার্ট, জার্মানি[৬১] গাৎসি-স্টাডিয়ন আউফ ডার ভাল্ডাউ
  তুরস্ক বার্সিংহাউজেন, জার্মানি[৬২] স্পোর্টহোটেল ফুখসবাখটাল
  ইউক্রেন ভিসবাডেন, জার্মানি

ড্র সম্পাদনা

২০২৩ সালের ২রা ডিসেম্বর তারিখে ১৮:০০ টায় (সিইটি) হামবুর্গের এলবফিহারমনিতে এই আসরের চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[৬৩] পাত্র নির্ধারণের ক্ষেত্রে দলগুলোকে ইউরোপীয় বাছাইপর্বে সামগ্রিক অবস্থানের ভিত্তিতে বাছাই করা হয়েছিল। আয়োজক জার্মানিকে স্বয়ংক্রিয়ভাবে পাত্র ১-এ স্থান দেওয়া হয়েছিল এবং গ্রুপে অবস্থানের ক্ষেত্রে তাদেরকে এ১ অবস্থান প্রদান করা হয়েছে। ড্রয়ের সময় প্লে-অফের তিন বিজয়ী দল নিশ্চিত ছিল না এবং ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ায় প্লে-অফে অংশগ্রহণকারী দলগুলোকে ড্রয়ের জন্য পাত্র ৪-এ রাখা হয়েছিল।[৬৪][৬৫][৬৬][৬৭] এক ঠাট্টাকারীর ঠাট্টার ফলস্বরূপ ড্র আয়োজনের সময় যৌন শব্দ দ্বারা অনুষ্ঠানটি ব্যাহত হয়েছিল।[৬৮][৬৯]

  • পাত্র ১: জার্মানি (আয়োজক), গ্রুপে প্রথম স্থান অধিকারীদের মধ্যে ১–৫ স্থানে অবস্থানরত দল
  • পাত্র ২: গ্রুপে প্রথম স্থান অধিকারীদের মধ্যে ৬–১০ স্থানে অবস্থানরত দল, গ্রুপে দ্বিতীয় স্থান অধিকারীদের মধ্যে প্রথম স্থান অধিকারী দল (সামগ্রিকভাবে ৬–১১)
  • পাত্র ৩: গ্রুপে দ্বিতীয় স্থান অধিকারীদের মধ্যে ২–৭ স্থানে অবস্থানরত দল (সামগ্রিকভাবে ১২–১৭)
  • পাত্র ৪: গ্রুপে দ্বিতীয় স্থান অধিকারীদের মধ্যে ৮–১০ স্থানে অবস্থানরত দল (সামগ্রিকভাবে ১৮–২০), প্লে-অফ পথ এ–সি-এর বিজয়ী (ড্রয়ের সময় দলগুলো অজানা ছিল)

পাত্র সম্পাদনা

পাত্র ১
দল অব
  জার্মানি (আয়োজক)
  পর্তুগাল
  ফ্রান্স
  স্পেন
  বেলজিয়াম
  ইংল্যান্ড
পাত্র ২
দল অব
  হাঙ্গেরি
  তুরস্ক
  রোমানিয়া
  ডেনমার্ক
  আলবেনিয়া ১০
  অস্ট্রিয়া ১১
পাত্র ৩
দল অব
  নেদারল্যান্ডস ১২
  স্কটল্যান্ড ১৩
  ক্রোয়েশিয়া ১৪
  স্লোভেনিয়া ১৫
  স্লোভাকিয়া ১৬
  চেক প্রজাতন্ত্র ১৭
পাত্র ৪[ক]
দল অব
  ইতালি ১৮
  সার্বিয়া ১৯
   সুইজারল্যান্ড ২০
প্লে-অফ পথ এ-এর বিজয়ী
প্লে-অফ পথ বি-এর বিজয়ী
প্লে-অফ পথ সি-এর বিজয়ী
  1. ড্রয়ের সময় প্লে-অফের বিজয়ী দলগুলো নিশ্চিত হয়নি।

গ্রুপ সম্পাদনা

গ্রুপ এ
অব দল
এ১   জার্মানি
এ২   স্কটল্যান্ড
এ৩   হাঙ্গেরি
এ৪    সুইজারল্যান্ড
গ্রুপ বি
অব দল
বি১   স্পেন
বি২   ক্রোয়েশিয়া
বি৩   ইতালি
বি৪   আলবেনিয়া
গ্রুপ সি
অব দল
সি১   স্লোভেনিয়া
সি২   ডেনমার্ক
সি৩   সার্বিয়া
সি৪   ইংল্যান্ড
গ্রুপ ডি
অব দল
ডি১   পোল্যান্ড[ক]
ডি২   নেদারল্যান্ডস
ডি৩   অস্ট্রিয়া
ডি৪   ফ্রান্স
গ্রুপ ই
অব দল
ই১   বেলজিয়াম
ই২   স্লোভাকিয়া
ই৩   রোমানিয়া
ই৪   ইউক্রেন[ক]
গ্রুপ এফ
অব দল
এফ১   তুরস্ক
এফ২   জর্জিয়া[ক]
এফ৩   পর্তুগাল
এফ৪   চেক প্রজাতন্ত্র
  1. ড্রয়ের সময় প্লে-অফের তিন বিজয়ীর নাম অজানা ছিল।

দলীয় সদস্য সম্পাদনা

৭ই জুনের মধ্যে অংশগ্রহণকারী ২৪টি জাতীয় দল সর্বোচ্চ ২৩ হতে ২৬ জন করে খেলোয়াড়ের সমন্বয়ে তাদের দলের নিবন্ধন করতে হবে; যেখানে প্রত্যেক দলে অবশ্যই তিনজন গোলরক্ষক থাকা আবশ্যক;[৬৪][৭০] তবে প্রতিটি ম্যাচের জন্য ম্যাচ শিটে প্রতিটি দল শুধুমাত্র ২৩ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে।

ম্যাচ পরিচালক সম্পাদনা

২০২৪ সালের এপ্রিল মাসে, এই আসরের ৫১টি ম্যাচের দায়িত্ব নেওয়ার জন্য ১৯টি রেফারির দল নির্বাচন করা হয়েছে, যার মধ্যে উয়েফা এবং কনমেবল কনফেডারেশনের মধ্যে সহযোগিতা চুক্তির অংশ হিসেবে নির্বাচিত একটি আর্জেন্টিনীয় দল অন্তর্ভুক্ত রয়েছে।[৭১][৭২]

ম্যাচ পরিচালনার দল
দেশ রেফারি সহকারী রেফারি পরিচালিত ম্যাচ
  স্পেন হেসুস গিল মানসানো দিয়েগো বারবেরো সেভিয়া
আনহেল নেভাদো রোদ্রিগেস
  ইতালি মার্কো গুইদা ফিলিপ্পো মেলি
জর্জো পেরেত্তি
  রোমানিয়া ইস্তভান কোভাচস ভাসিলে ফ্লোরিন মারিনেস্কু
মিহাই ওভিদিউ আর্তেনে
  স্লোভাকিয়া ইভান ক্রুজলিয়াক ব্রানিস্লাভ হানকো
ইয়ান পাজোর
  ফ্রান্স ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ের সিরিল মুনিয়ের
মেহদি রহমুনি
  নেদারল্যান্ডস ডানি মাক্কেলি হেসেল স্টেগস্ট্রা
ইয়ান ডে ভ্রিস
  পোল্যান্ড শিমন মার্চিনিয়াক তমাশ লিস্তকিয়েভিচ
আদাম কুপসিক
  তুরস্ক হালিল উমুত মেলের মুস্তফা এমরে এয়িসয়
কেরেম এরসয়
  সুইডেন গ্লেন নিবার্গ মাহবদ বেইগি
আন্দ্রেয়াস সোদার্কভিস্ত
  ইংল্যান্ড মাইকেল অলিভার স্টুয়ার্ট বাট
ড্যান কুক
  ইতালি দানিয়েলে ওরসাতো চিরো কারবোনে
আলেসসান্দ্রো জাল্লাতিনি
   সুইজারল্যান্ড জান্দ্রো শ্যারার স্টেফান ডে আলমেইদা
বেকিম জোগায়
  জার্মানি ডানিয়েল সিবার্ট ইয়ান জাইডেল
রাফায়েল ফল্টিন
  পর্তুগাল আর্তুর সোয়ারেস দিয়াস পাউলো সোয়ারেস
পেদ্রো রিবেইরো
  ইংল্যান্ড অ্যান্থনি টেইলর গ্যারি বেসউইক
অ্যাডাম নান
  আর্জেন্টিনা ফাকুন্দো তেয়ো গাব্রিয়েল চাদে
এজেকিয়েল ব্রাইলোভস্কি
  ফ্রান্স ক্লেমঁ তুরপেঁ নিকোলাস দানোস
বঁজামাঁ পাজ
  স্লোভেনিয়া স্লাভকো ভিনচিচ তোমাজ ক্লাঞ্চনিক
আন্দ্রাজ কোভাচিচ
  জার্মানি ফেলিক্স সোয়ায়ার স্টেফান লুপ
মার্কো আখমুলার

এছাড়াও, উয়েফা ১০ জন ভিডিও ম্যাচ পরিচালক এবং ১২ জন সহকারী ম্যাচ পরিচালকের নাম ঘোষণা করেছে (যারা চতুর্থ রেফারি অথবা সংরক্ষিত সহকারী রেফারি হিসেবে কাজ করবেন)।[৭২]

গ্রুপ পর্ব সম্পাদনা

২০২২ সালের ১০ই মে তারিখে উয়েফা এই আসরের সময়সূচী ঘোষণা করেছে, যেখানে শুধুমাত্র উদ্বোধনী ম্যাচ, সেমি-ফাইনাল এবং ফাইনালের কিক-অফের সময় অন্তর্ভুক্ত ছিল।[৭৩][৭৪] ড্রয়ের পর ২০২৩ সালের ২রা ডিসেম্বর তারিখে অন্যান্য সকল ম্যাচের কিক-অফের সময় ঘোষণা করা হয়েছে।[৭৫][৭৬] গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ও সেরা চার তৃতীয় স্থান অধিকারী ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে।

টাইব্রেকার সম্পাদনা

প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট) এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে:[৬৪]

  1. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের একে-অপরের বিরুদ্ধে ম্যাচে পয়েন্ট;
  2. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের একে-অপরের বিরুদ্ধে ম্যাচে গোল পার্থক্য;
  3. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের একে-অপরের বিরুদ্ধে ম্যাচে গোল সংখ্যা;
  4. যদি মানদণ্ড ১ হতে ৩ প্রয়োগ করার পরও দলগুলো সমতায় থাকে, তবে মানদণ্ড ১ থেকে ৩ শুধুমাত্র দলগুলোর মধ্যে ম্যাচগুলোর ক্ষেত্রে পুনরায় প্রয়োগ করা হবে।[ক]। এই পদ্ধতিটি যদি কোন সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য না করে, তবে মানদণ্ড ৫ থেকে ১০ প্রযোজ্য হবে;
  5. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল পার্থক্য;
  6. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল সংখ্যা;
  7. যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুটি দল একে অপরের মুখোমুখি হয় এবং উভয় দলের একই সংখ্যক পয়েন্ট থাকে, এর পাশাপাশি একই সংখ্যক স্বপক্ষে ও বিপক্ষে গোল থাকে এবং তাদের ম্যাচ শেষে ফলাফল সমতায় থেকে, তবে তাদের অবস্থান পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারিত হবে। (এই মানদণ্ডটি ব্যবহার করা হয় না, যদি দুই দলের বেশি একই সংখ্যক পয়েন্টে থাকে।);
  8. গ্রুপ পর্বের সকল ম্যাচে শাস্তিমূলক পয়েন্ট (লাল কার্ড = ৩ পয়েন্ট, হলুদ কার্ড = ১ পয়েন্ট, এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = ৩ পয়েন্ট, হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = ৪ পয়েন্ট);
  9. সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে অবস্থান।

টীকা

  1. যদি পয়েন্টে তিনটি দল সমতায় থাকে, তবে প্রথম তিনটি মানদণ্ডের প্রয়োগ কেবলমাত্র একটি দলের জন্য সমতা ভঙ্গ করতে পারবে, বাকি দুটি দল তখনও সমতায় থাকে। এই ক্ষেত্রে, সমতায় থাকা দুটি দলের জন্য সমতা ভঙ্গের পদ্ধতি শুরু থেকে পুনরায় শুরু করা হবে।

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  জার্মানি (H) নকআউট পর্বে উত্তীর্ণ
  স্কটল্যান্ড
   সুইজারল্যান্ড নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
  হাঙ্গেরি
প্রথম খেলা ১৪ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: উয়েফা
(H) স্বাগতিক।


গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  স্পেন নকআউট পর্বে উত্তীর্ণ
  ক্রোয়েশিয়া
  ইতালি নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
  আলবেনিয়া
প্রথম খেলা ১৫ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: উয়েফা


গ্রুপ সি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  স্লোভেনিয়া নকআউট পর্বে উত্তীর্ণ
  ডেনমার্ক
  সার্বিয়া নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
  ইংল্যান্ড
প্রথম খেলা ১৬ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: উয়েফা


গ্রুপ ডি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  পোল্যান্ড নকআউট পর্বে উত্তীর্ণ
  নেদারল্যান্ডস
  অস্ট্রিয়া নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
  ফ্রান্স
প্রথম খেলা ১৬ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: উয়েফা


গ্রুপ ই সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  বেলজিয়াম নকআউট পর্বে উত্তীর্ণ
  স্লোভাকিয়া
  রোমানিয়া নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
  ইউক্রেন
প্রথম খেলা ২০ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: উয়েফা


গ্রুপ এফ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  তুরস্ক নকআউট পর্বে উত্তীর্ণ
  জর্জিয়া
  পর্তুগাল নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
  চেক প্রজাতন্ত্র
প্রথম খেলা ২০ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: উয়েফা


তৃতীয় স্থান অধিকারী দলের অবস্থান সম্পাদনা

অব গ্রুপ দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
গ্রুপ এ-এ ৩য় স্থান অধিকারী নকআউট পর্বে উত্তীর্ণ
বি গ্রুপ বি-এ ৩য় স্থান অধিকারী
সি গ্রুপ সি-এ ৩য় স্থান অধিকারী
ডি গ্রুপ ডি-এ ৩য় স্থান অধিকারী
গ্রুপ ই-এ ৩য় স্থান অধিকারী
এফ গ্রুপ এফ-এ ৩য় স্থান অধিকারী
প্রথম খেলা ১৪ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) স্বপক্ষে গোল; ৪) জয়; ৫) নিম্ন শাস্তিমূলক পয়েন্ট; ৬) সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে অবস্থান, তবে যদি আয়োজক জার্মানি এতে অন্তর্ভুক্ত থাকে, তাহলে লটারি।

নকআউট পর্ব সম্পাদনা

নকআউট পর্বে ৯০ মিনিটের খেলা শেষে যদি কোন ম্যাচের ফলাফল সমতায় থাকে, তবে ১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দলের ষষ্ঠ খেলোয়াড় বদল করার অনুমতি রয়েছে। অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকলে পেনাল্টি শুট-আউটের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হবে।[৬৪]

উয়েফা ইউরো ১৯৮৪-এর পর থেকে এই আসরের মতো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই।

তৃতীয় স্থান অধিকারী দলগুলোর ম্যাচের সময়সূচী কোন চারটি তৃতীয় স্থান অধিকারী দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে তার উপর নির্ভর করবে:[৬৪]

গ্রুপ হতে উত্তীর্ণ
তৃতীয় স্থান অধিকারী
১বি
বনাম
১সি
বনাম
১ই
বনাম
১এফ
বনাম
বি সি ডি ৩এ ৩ডি ৩বি ৩সি
বি সি ৩এ ৩ই ৩বি ৩সি
বি সি এফ ৩এ ৩এফ ৩বি ৩সি
বি ডি ৩ডি ৩ই ৩এ ৩বি
বি ডি এফ ৩ডি ৩এফ ৩এ ৩বি
বি এফ ৩ই ৩এফ ৩বি ৩এ
সি ডি ৩ই ৩ডি ৩সি ৩এ
সি ডি এফ ৩এফ ৩ডি ৩সি ৩এ
সি এফ ৩ই ৩এফ ৩সি ৩এ
ডি এফ ৩ই ৩এফ ৩ডি ৩এ
বি সি ডি ৩ই ৩ডি ৩বি ৩সি
বি সি ডি এফ ৩এফ ৩ডি ৩সি ৩বি
বি সি এফ ৩এফ ৩ই ৩সি ৩বি
বি ডি এফ ৩এফ ৩ই ৩ডি ৩বি
সি ডি এফ ৩এফ ৩ই ৩ডি ৩সি

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+২)। যদি স্থানটি একটি ভিন্ন সময় অঞ্চলে অবস্থিত হয় তবে স্থানীয় সময়ও উল্লেখ করা হয়েছে।

বন্ধনী সম্পাদনা

 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
৩০ জুন – কোলন
 
 
গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী
 
৫ জুলাই – স্টুটগার্ট
 
গ্রুপ এ/ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৩৯-এর বিজয়ী
 
২৯ জুন – ডর্টমুন্ড
 
ম্যাচ ৩৭-এর বিজয়ী
 
গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী
 
৯ জুলাই – মিউনিখ
 
গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪৬-এর বিজয়ী
 
১ জুলাই – ফ্রাঙ্কফুর্ট
 
ম্যাচ ৪৫-এর বিজয়ী
 
গ্রুপ এফ-এ প্রথম স্থান অধিকারী
 
৫ জুলাই – হামবুর্গ
 
গ্রুপ এ/বি/সি-এ তৃতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪১-এর বিজয়ী
 
১ জুলাই – ডুসেলডর্ফ
 
ম্যাচ ৪২-এর বিজয়ী
 
গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
১৪ জুলাই – বার্লিন
 
গ্রুপ ই-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪৯-এর বিজয়ী
 
২ জুলাই – মিউনিখ
 
ম্যাচ ৫০-এর বিজয়ী
 
গ্রুপ ই-এ প্রথম স্থান অধিকারী
 
৬ জুলাই – বার্লিন
 
গ্রুপ এ/বি/সি/ডি-এ তৃতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪৩-এর বিজয়ী
 
২ জুলাই – লাইপৎসিশ
 
ম্যাচ ৪৪-এর বিজয়ী
 
গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারী
 
১০ জুলাই – ডর্টমুন্ড
 
গ্রুপ এফ-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪৮-এর বিজয়ী
 
৩০ জুন – গেলসেনকির্খেন
 
ম্যাচ ৪৭-এর বিজয়ী
 
গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী
 
৬ জুলাই – ডুসেলডর্ফ
 
গ্রুপ ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪০-এর বিজয়ী
 
২৯ জুন – বার্লিন
 
ম্যাচ ৩৮-এর বিজয়ী
 
গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
 
গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী
 

১৬ দলের পর্ব সম্পাদনা

গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারীম্যাচ ৩৮গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৩৭গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৪০গ্রুপ ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৩৯গ্রুপ এ/ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারীম্যাচ ৪২গ্রুপ ই-এ দ্বিতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ এফ-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৪১গ্রুপ এ/বি/সি-এ তৃতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ ই-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৪৩গ্রুপ এ/বি/সি/ডি-এ তৃতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৪৪গ্রুপ এফ-এ দ্বিতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

কোয়ার্টার-ফাইনাল সম্পাদনা

ম্যাচ ৩৯-এর বিজয়ীম্যাচ ৪৫ম্যাচ ৩৭-এর বিজয়ী
প্রতিবেদন

ম্যাচ ৪১-এর বিজয়ীম্যাচ ৪৬ম্যাচ ৪২-এর বিজয়ী
প্রতিবেদন

ম্যাচ ৪০-এর বিজয়ীম্যাচ ৪৮ম্যাচ ৩৮-এর বিজয়ী
প্রতিবেদন

ম্যাচ ৪৩-এর বিজয়ীম্যাচ ৪৭ম্যাচ ৪৪-এর বিজয়ী
প্রতিবেদন

সেমি-ফাইনাল সম্পাদনা

ম্যাচ ৪৬-এর বিজয়ীম্যাচ ৪৯ম্যাচ ৪৫-এর বিজয়ী
প্রতিবেদন

ম্যাচ ৪৮-এর বিজয়ীম্যাচ ৫০ম্যাচ ৪৭-এর বিজয়ী
প্রতিবেদন

ফাইনাল সম্পাদনা

ম্যাচ ৪৯-এর বিজয়ীম্যাচ ৫১ম্যাচ ৫০-এর বিজয়ী
প্রতিবেদন

বিপণন সম্পাদনা

 
ডুসেলডর্ফ সিটি হলের সামনে উয়েফা ইউরো ২০২৪-এর কাউন্টডাউন ঘড়ি

লোগো এবং স্লোগান সম্পাদনা

২০২১ সালের ৫ই অক্টোবর তারিখে বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের সময় এই আসরের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়েছে। লোগোটিতে অঁরি দেলোনে শিরোপা প্রদর্শিত হয়েছে, যেখানে ২৪টি রঙিন টুকরো ২৪টি অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিত্ব করে এবং উপবৃত্তটি অলিম্পিয়াস্টাডিয়নের আকারকে প্রতিফলিত করে।[৭৭] এই আসরের আনুষ্ঠানিক স্লোগান হচ্ছে "ইউনাইটেড বাই ফুটবল, ভেরাইন্ট ইম হারৎসেন অয়রোপাস" (ইংরেজি: United by Football. Vereint im Herzen Europas, অনুবাদ'ফুটবল দ্বারা ঐক্যবদ্ধ। ইউরোপের প্রাণকেন্দ্রে ঐক্যবদ্ধ')। এই স্লোগানটি ইউরোপজুড়ে স্টেডিয়ামে সরাসরি ম্যাচগুলো দেখতে উৎসাহিত ভক্তদের জন্য তৈরি করা হয়েছে।[৭৮]

প্রতিটি স্বতন্ত্র আয়োজক শহরের নিজস্ব অনন্য লোগোও রয়েছে। আয়তাকার লোগোতে উপরে "উয়েফা ইউরো ২০২৪" লেখা, নিচের ডান কোণের "আয়োজক শহর" পাঠ্যের উপরে শহরের নাম (সব উপরের ক্ষেত্রে), বাম দিকে এই আসরের মূল লোগো এবং ডানদিকে একটি দর্শনীয় স্থান রয়েছে; প্রতিটি লোগো ইংরেজিতে বিদ্যমান।[৭৯]

আয়োজক শহরের লোগো
আয়োজক শহর দর্শনীয় স্থান
বার্লিন ব্র্যান্ডেনবার্গ গেট
কোলন কোলন গির্জা
ডর্টমুন্ড ডর্টমুন্ড ইউ-টাওয়ার
ডুসেলডর্ফ শ্লস্টুর্ম, রাইনস্টুর্ম এবং রেইঙ্কনিব্রুকে
ফ্রাঙ্কফুর্ট রোমার
গেলসেনকির্খেন মুজিকথিয়াটার ইম রেভিয়ার
হামবুর্গ এলবিফিলহারমোনি
লাইপৎসিশ জাতীয় যুদ্ধের স্মৃতিস্তম্ভ
মিউনিখ ফ্রাউনখিয়ের্কে
স্টুটগার্ট ফের্নজেটুর্ম

পণ্যদ্রব্য সম্পাদনা

২০২৩ সালের নভেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল যে ইএ স্পোর্টস উয়েফা ইউরো ২০২৪-এর ভিডিও গেমের অধিকার অর্জন করেছে এবং ইউরো ২০২৪ ডাউনলোডযোগ্য হালনাগাদটি ২০২৪ সালের গ্রীষ্মে ইএ স্পোর্টস এফসি ২৪, ইএ স্পোর্টস এফসি মোবাইল এবং ইএ স্পোর্টস এফসি অনলাইনে উপলব্ধ হবে।[৮০]

ফ্যানাটিকস ইউরো ২০২৪ হতে ইউরো ২০২৮ পর্যন্ত ই-কমার্স, আসরের খুচরা এবং উয়েফা জাতীয় দলের প্রতিযোগিতার অনুমতিপত্র অর্জন করেছে।[৮১] ফ্যানাটিকসের মালিকানাধীন টপস হলো আনুষ্ঠানিকভাবে এই আসরের স্টিকার এবং ট্রেডিং কার্ডের পৃষ্ঠপোষক, যার মাধ্যমে ১৯৭৬ সালে হতে উয়েফার সাথে পানিনির দীর্ঘ চুক্তির অবসান হয়েছে।[৮২]

গান সম্পাদনা

২০২৩ সালের ডিসেম্বর মাসে ইতালীয় ডিজে এবং রেকর্ড প্রযোজনা দল মেদুজা, মার্কিন পপ ব্যান্ড ওয়ানরিপাবলিক এবং জার্মান সঙ্গীতশিল্পী কিম পেট্রাসকে এই আসরের আনুষ্ঠানিক সঙ্গীতশিল্পী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে, ২০২৪ সালের মার্চ মাসে, এক ঘোষণায় জানানো হয়েছিল যে সময়সূচী সংক্রান্ত জটিলতার কারণে পেট্রাস প্রযোজনা থেকে সরে এসেছেন এবং জার্মান সঙ্গীতশিল্পী লিওনি তার পরিবর্তে এই আসরের আনুষ্ঠানিক গানটি পরিবেশন করবেন।[৮৩] ২০২৪ সালের ১০ই মে তারিখে এই আসরের আনুষ্ঠানিক গান "ফায়ার" মুক্তি পেয়েছে।[৮৪]

সম্প্রচার স্বত্ব সম্পাদনা

ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার (আইবিসি) জার্মানির লাইপৎসিশের লাইপৎসিশ বাণিজ্য মেলার হলে অবস্থিত হবে।[৮৫]

পূর্ববর্তী দুটি আসরের বিপরীতে উয়েফা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ৪কে আল্ট্রা-হাই-ডেফিনিশন সম্প্রচার বন্ধ করে দিয়েছে, একই সাথে ইউরোপীয় সম্প্রচারকদের মাঝে হাই-ডাইনামিক-রেঞ্জ (এইচডিআর)-এ কম আগ্রহের ফলে বিন্যাসটি বন্ধ করে দিয়েছে।[৮৬]

পৃষ্ঠপোষক সম্পাদনা

উয়েফা ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল বিজ্ঞাপন ব্যবহার করবে। বৈশ্বিক পৃষ্ঠপোষক ছাড়াও তিনটি ভিন্ন ধরনের পৃষ্ঠপোষক থাকবে; জার্মানির জন্য একটি প্রকার, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক প্রকার এবং চীনা বাজারের জন্য আরেক প্রকার।[৮৭]

জার্মানির পৃষ্ঠপোষক[৮৭]

প্রতীক সম্পাদনা

মাসকট সম্পাদনা

 
এই আসরের আনুষ্ঠানিক মাসকট – "আলবার্ট"

২০২৩ সালের ২০শে জুন তারিখে গেলসেনকির্খেনে জার্মানি বনাম কলম্বিয়ার মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উয়েফা ইউরো ২০২৪-এর আনুষ্ঠানিক মাসকট উন্মোচন করা হয়েছে।[১০৬] মাসকটটি হচ্ছে শর্টস পরিহিত একটি টেডি বেয়ার।[১০৭] মাসকটটির নাম নির্বাচন করতে জনগণের ভোট নেয়া হয়েছিল; নামের বিকল্পগুলো ছিল "আলবার্ট", "বার্নার্ডো", "বার্নহার্ট" এবং "হার্ৎসি ভন বার"।[১০৮] ৫ই জুলাই এই ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছিল, যেখানে ৩২% ভোট পেয়ে এই আসরের মাসকটের নাম "আলবার্ট" রাখার ঘোষণা করা হয়েছে।[১০৯]

ম্যাচ বল সম্পাদনা

 
এই আসরের আনুষ্ঠানিক ম্যাচ বল ফুসবাললিবে"-এর প্রতিরূপ-সংস্করণ

২০২৩ সালের ১৫ই নভেম্বর তারিখে উয়েফা এক ঘোষণায় জানিয়েছিল যে, আডিডাসের "ফুসবাললিবে"কে এই আসরের আনুষ্ঠানিক ম্যাচ বল হিসেবে ব্যবহার করা হবে।[১১০] "ফুসবাললিবে" শব্দটিকে জার্মান ভাষায় "ফুটবলের ভালবাসা" হতে অনুবাদ করা হয়েছে। এই বলে এই আসরে উত্তীর্ণ দলগুলোর প্রাণবন্ততা এবং বিশ্বজুড়ে ভক্তরা ফুটবলকে যে ভালবাসা প্রদর্শন করে তা উপস্থাপন করার জন্য লাল, নীল, কমলা ও সবুজ প্রান্ত এবং বক্ররেখাসহ কালো ডানার আকার দেয়া হয়েছে। টেকসই জৈব পদার্থ দ্বারা তৈরি বলটি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের জন্য "সংযুক্ত বল প্রযুক্তি" বৈশিষ্ট্যযুক্ত প্রথম বল, যেখানে এতে অভ্যন্তরীণ বৈদ্যুতিন সেন্সর রয়েছে, যা উয়েফা ম্যাচ পরিচালকদের সিদ্ধান্ত গ্রহণে বলের গতিবিধি সনাক্তকরণে সাহায্য করবে।[১১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Euro 2024: Germany beats Turkey to host tournament"BBC Sport। ২৭ সেপ্টেম্বর ২০১৮। ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  2. Penfold, Chuck (২৭ সেপ্টেম্বর ২০১৮)। "Germany wins right to host UEFA Euro 2024"dw.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৪ 
  3. "History: Italy 1-1 England"UEFA.com। ১০ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৪ 
  4. "Season 2020"UEFA.com। ১০ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৪ 
  5. Murray, Scott; Kemp, Emma; McVeigh, Niall (১২ জুলাই ২০২১)। "Euro 2020 final: Italy lift trophy after beating England on penalties – as it happened"the Guardian। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৪ 
  6. "Euro 2024: Tournament to be held in Germany or Turkey"BBC SportBritish Broadcasting Corporation। ৮ মার্চ ২০১৭। ১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৭ 
  7. "Germany and Turkey officially interested in hosting UEFA Euro 2024"। UEFA। ৮ মার্চ ২০১৭। ৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৭ 
  8. "Germany to host UEFA Euro 2024"UEFA.com (ইংরেজি ভাষায়)। ২৭ সেপ্টেম্বর ২০১৮। ১২ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪ 
  9. Georgiou, Stephan (২৬ সেপ্টেম্বর ২০১৮)। "Euro 2024: Germany vs Turkey – who's leading the race?"SportsPro (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪ 
  10. "UEFA Euro 2024: bid regulations" (পিডিএফ)। UEFA। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৬ 
  11. Graaf, Patrick de। "EURO 2024 host selection - All about Germany's selection as host country"European Championship 2024 Germany (ইংরেজি ভাষায়)। ১২ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪ 
  12. "Germany to host UEFA Euro 2024"। UEFA। ২৭ সেপ্টেম্বর ২০১৮। ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  13. Adams, Tom (২৭ সেপ্টেম্বর ২০১৮)। "Germany win vote to host 2024 European Championship"Eurosport (ইংরেজি ভাষায়)। ১০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪ 
  14. "UEFA Euro 2024: tournament requirements"। UEFA। ১৭ মার্চ ২০১৭। ১ জুলাই ২০২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৮ 
  15. Dunbar, Graham (২৭ সেপ্টেম্বর ২০১৮)। "Germany beats Turkey to host Euro 2024"AP News (ইংরেজি ভাষায়)। ২৬ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৪ 
  16. Dunbar, Graham (২৭ সেপ্টেম্বর ২০১৮)। "Germany beats Turkey to host Euro 2024"The Denver Post (ইংরেজি ভাষায়)। The Associated Press। ১২ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪ 
  17. "Niersbach: EM-Bewerbung wäre "reizvoll""। FIFA.com। ৪ মার্চ ২০১২। ৪ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১ 
  18. "UEFA Euro 2024 qualifying: All you need to know"UEFA.com। Union of European Football Associations। ২৭ সেপ্টেম্বর ২০২২। ১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  19. "EURO 2024 play-offs: How they work"UEFA.com। Union of European Football Associations। ২৭ সেপ্টেম্বর ২০২২। ১২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  20. "UEFA Euro 2024 qualifying group stage draw to be staged in Frankfurt in 2022"UEFA.com। Union of European Football Associations। ৭ অক্টোবর ২০২১। ২৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২১ 
  21. "UEFA Euro 2024 qualifying draw"UEFA.com। Union of European Football Associations। ৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  22. "UEFA Euro 2024: all you need to know"UEFA.com। Union of European Football Associations। ২৭ নভেম্বর ২০১৯। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯ 
  23. Summerscales, Robert (১৯ নভেম্বর ২০২৩)। "Cristiano Ronaldo's Portugal Complete Perfect Euro 2024 Qualifying Campaign"Futbol on FanNation (ইংরেজি ভাষায়)। ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ 
  24. "Serbia seal historic Euro 2024 finals place after nervy draw with Bulgaria"The Guardian (ইংরেজি ভাষায়)। ১৯ নভেম্বর ২০২৩। আইএসএসএন 0261-3077। ১০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ 
  25. "Slovenia qualifies for the Euro 2024"Portal GOV.SI (ইংরেজি ভাষায়)। ৭ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ 
  26. "Georgia create history by reaching Euro 2024"BBC Sport (ইংরেজি ভাষায়)। ২৬ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৪ 
  27. "UEFA Euro 2024 qualifying draw procedure approved"UEFA.comUnion of European Football Associations। ২০ সেপ্টেম্বর ২০২২। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২২ 
  28. Brennan, Feargal (৩ ডিসেম্বর ২০২৩)। "Is Russia out of UEFA Euro 2024? Ban on national team, clubs in effect after invasion, war in Ukraine"www.sportingnews.com (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৪ 
  29. Summerscales, Robert (২০ সেপ্টেম্বর ২০২২)। "Russia Banned From Euro 2024, UEFA Confirms"Futbol on FanNation (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৪ 
  30. "Uefa confirms Russia Euro 2024 qualifying ban"BBC Sport (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৪ 
  31. UEFA.com (২০১৫-১১-১৭)। "UEFA EURO 2016: How all the teams qualified"UEFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০২ 
  32. UEFA.com (২০২১-০২-২২)। "UEFA EURO 2020 contenders in focus: Czech Republic"UEFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬ 
  33. UEFA.com (২০২১-০৩-০৩)। "UEFA EURO 2020 contenders in focus: Slovakia"UEFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬ 
  34. UEFA.com (২৮ ডিসেম্বর ২০২৩)। "Who has qualified for UEFA EURO 2024?"UEFA। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৪ 
  35. Source: UEFA Euro 2024 Tournament Requirements, Sector 2, pag. 4, 5.
  36. "EURO 2024 host cities: Venue guide"uefa.com (ইংরেজি ভাষায়)। UEFA। ২০২২। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২ 
  37. "Opening game of UEFA Euro 2024 to take place in Munich, final in Berlin"uefa.com (ইংরেজি ভাষায়)। UEFA। ১০ মে ২০২২। ২২ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩ 
  38. "Evaluierungsbericht Stadien/Städte" [Evaluation report stadiums/cities] (পিডিএফ)DFB.de (German ভাষায়)। German Football Association। ২০১৭। ১৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  39. "EURO 2024 an Rhein und Ruhr"nrw.de (জার্মান ভাষায়)। North Rhine-Westphalia State Government। ২৭ সেপ্টেম্বর ২০১৮। ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮ 
  40. "Archived copy"। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ 
  41. "The AFL selects the camp near Dortmund for "Euro 2024" - KOHA.net"। ৬ ডিসেম্বর ২০২৩। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ 
  42. "Austria's National Football Team Set for Dignified EURO 2024 Base Camp in Berlin"Archysport (ইংরেজি ভাষায়)। ১৪ ডিসেম্বর ২০২৩। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  43. "Proche des matchs de poule et... du village d'enfance de Domenico Tedesco : le camp de base des Diables rouges pour l'Euro 2024 est choisi"RTBF (ফরাসি ভাষায়)। ১৭ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৪ 
  44. "PHOTOS: Croatia selects base camp for Euro 2024"Croatia Week (ইংরেজি ভাষায়)। ৪ ডিসেম্বর ২০২৩। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  45. Mikeš, Pavel (৭ ডিসেম্বর ২০২৩)। "Base camp fotbalistů? Luxus i relax. Češi budou během Eura bydlet v Hamburku"Kroměřížský deník (চেক ভাষায়)। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  46. "Herrelandsholdet har valgt Basecamp til sommerens EM"DBU (ডেনীয় ভাষায়)। ১২ ডিসেম্বর ২০২৩। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  47. Burrows, Tom। "England set to choose five-star hotel and spa as base for Euros"The Athletic (ইংরেজি ভাষায়)। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  48. "Euro 2024 : à la découverte du camp de base des Bleus, « un hôtel confortable sans qu'il soit luxueux »"leparisien.fr (ফরাসি ভাষায়)। ৩ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  49. "Deutsches EM-Quartier in Herzogenaurach"BR24 (জার্মান ভাষায়)। ১৪ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  50. "Minden a zavartalan felkészülést szolgálja Nyugat-Bajorországban"mlsz.hu (হাঙ্গেরীয় ভাষায়)। ১২ জানুয়ারি ২০২৪। ১২ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩ 
  51. "EM 2024 Quartiere, Basecamps, Trainingslager & Öffentliche Trainingseinheiten"fussball-em-2024.de (জার্মান ভাষায়)। ১৭ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৪ 
  52. "Welkom, Oranje!"VfL Wolfsburg (ইংরেজি ভাষায়)। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  53. "Polen schlägt EM-Quartier in Hannover auf" (জার্মান ভাষায়)। ৩ এপ্রিল ২০২৪। ৩ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  54. "Fußball EM 2024: Vorbereitung der "Team Base Camps""intergreen.de (জার্মান ভাষায়)। ১৭ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৪ 
  55. "Naționala României și-a ales baza de pregătire de la Wurzburg pentru Euro 2024"www.digisport.ro (রোমানীয় ভাষায়)। ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  56. "Scotland finalise UEFA Euro 2024 preparations"। ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৪ 
  57. "Archived copy"। ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২৩ 
  58. Šurin, Peter (৩ জানুয়ারি ২০২৪)। "MUŽI A/EURO 2024 – Hlavný stan v Mainzi, pred Eurom štyri prípravné oficiálne zápasy"futbalsfz.sk (স্লোভাক ভাষায়)। ১ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৪ 
  59. "The plan for preparations for Euro 2024 is known: Slovenia will conduct most of the hard work at Brdo pri Kranju, with the German base being in Wuppertal - Planet Nogomet"। ১৬ ডিসেম্বর ২০২৩। ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩ 
  60. "Der Öschberghof chosen as Spain's basecamp for Euro 2024"EN Web oficial de la Real Federación Española de Fútbol. (ইংরেজি ভাষায়)। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  61. "Schweizerischer Fussballverband - SFV"। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ 
  62. "Fußball-EM 2024: Türkei soll EM-Feeling nach Niedersachsen bringen"www.ndr.de (জার্মান ভাষায়)। ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  63. "Hamburg to stage EURO 2024 finals draw"UEFA.com। Union of European Football Associations। ১১ সেপ্টেম্বর ২০২০। ১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০ 
  64. "CONMEBOL Copa America 2024 Regulations" (পিডিএফ)। CONMEBOL। ২৯ নভেম্বর ২০২৩। ১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২৩  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "regulations" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  65. "EURO 2024 final tournament draw pots confirmed"UEFA.com। Union of European Football Associations। ২৩ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৩ 
  66. "UEFA Euro 2024 Final Draw Procedure" (পিডিএফ)UEFA.com। ২৮ জুন ২০২৩। ২৯ মার্চ ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৪ 
  67. "Lisbon to host UEFA Women's Champions League final in 2025"UEFA.com (ইংরেজি ভাষায়)। ৬ জুন ২০২৩। ২৯ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৪ 
  68. "Red faces for Uefa as Euro 2024 draw disrupted by 'pornographic noises'"The Guardian। ২ ডিসেম্বর ২০২৩। ১০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  69. O'Brien, Josh (২ ডিসেম্বর ২০২৩)। "BBC Euro 2024 draw sabotaged by sex noises as viewers left stunned"। The Mirror। ২ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  70. "Teams allowed to register up to 26 players for UEFA EURO 2024"UEFA.com। Union of European Football Associations। মে ৩, ২০২৪। ৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৮, ২০২৪ 
  71. "Referee teams for UEFA EURO 2024 appointed"UEFA.com। Union of European Football Associations। ২৩ এপ্রিল ২০২৪। ২৩ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪ 
  72. "Referees and assistant referees" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২৩ এপ্রিল ২০২৪। ২৩ এপ্রিল ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪ 
  73. "UEFA Euro 2024 match schedule approved"UEFA.com। Union of European Football Associations। ১০ মে ২০২২। ২ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২ 
  74. "UEFA Euro 2024 match schedule" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১০ মে ২০২২। ১২ জুন ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২ 
  75. "UEFA Euro 2024 fixtures: When and where are the matches?"UEFA.com। Union of European Football Associations। ২ ডিসেম্বর ২০২৩। ২ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  76. "UEFA Euro 2024 match schedule" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২ ডিসেম্বর ২০২৩। ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  77. "UEFA Euro 2024 logo unveiled with spectacular light show at the Olympiastadion in Berlin"UEFA.com। ৫ অক্টোবর ২০২১। ১ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২১ 
  78. "UEFA Euro 2024 logo unveiled in Berlin"UEFA.com। Union of European Football Associations। ৫ অক্টোবর ২০২১। ১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২১ 
  79. Rothfuß, Frank (৭ অক্টোবর ২০২১)। "Das sind die Logos zur Fußball-EM 2024 für Stuttgart und die anderen Städte" [These are the logos of UEFA Euro 2024 for Stuttgart and the other cities]। Stuttgarter Nachrichten (জার্মান ভাষায়)। ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২২ 
  80. "EA Sports FC 24 to Get Free Euro 2024 Update Next Year"IGN.com। ২৪ নভেম্বর ২০২৩। ৪ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৩ 
  81. Press Release (২০২২-০৯-২০)। "UEFA and Fanatics sign long-term licensing, e-commerce and event retail deal"UEFA.com (ইংরেজি ভাষায়)। ১০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০২ 
  82. "Topps becomes official UEFA Euro 2024 sticker & trading card partner"UEFA.com (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০২২। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩ 
  83. UEFA.com (২০২৩-১২-০২)। "Meduza, OneRepublic and Kim Petras announced as UEFA EURO 2024's official music artists | UEFA EURO 2024"UEFA.com (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৪ 
  84. Fire (Official UEFA EURO 2024 Song) (ইংরেজি ভাষায়)। ১০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১০ – www.youtube.com-এর মাধ্যমে। 
  85. "Leipzig to host UEFA Euro 2024 international broadcast centre"UEFA.com। ৮ ডিসেম্বর ২০২০। ১২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০ 
  86. "UEFA relegates UHD for Euro 2024 and Champions League Final"IBC (ইংরেজি ভাষায়)। ৩ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৪ 
  87. "EXCLUSIVE: AIM Sport lands Euro 2024 virtual advertising contract"SportBusiness (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৪-২৯। ২ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০২ 
  88. "Partners"UEFA.com। ১৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩ 
  89. "Alipay signs long-term deal to become UEFA national team football sponsor"UEFA.com। ৯ নভেম্বর ২০১৮। ৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮ 
  90. "AliExpress signs as UEFA Euro 2024 partner"UEFA.com (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২৪। ২৮ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৪ 
  91. "Atos signs eight-year deal to become UEFA National Team Football partner"UEFA.com (ইংরেজি ভাষায়)। ৮ ডিসেম্বর ২০২২। ৪ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৩ 
  92. "Betano becomes official global sponsor of UEFA Euro 2024"UEFA.com (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২৩। ২ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  93. "Booking.com renews partnership with men's and women's UEFA European Football Championships"UEFA.com। Union of European Football Associations। ১৬ নভেম্বর ২০২৩। ২৩ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩ 
  94. "BYD becomes Official E-Mobility Partner of UEFA Euro 2024"UEFA.com (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০২৪। ১০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৪ 
  95. "Coca-Cola becomes UEFA EURO 2024 sponsor"UEFA.com (ইংরেজি ভাষায়)। ২৫ অক্টোবর ২০২৩। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩ 
  96. "Engelbert Strauss becomes official partner of UEFA Euro 2024"UEFA.com (ইংরেজি ভাষায়)। ৭ অক্টোবর ২০২২। ১৬ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৩ 
  97. Sim, Josh (১ সেপ্টেম্বর ২০২৩)। "Hisense extends Uefa sponsorship to include Euro 2024"SportsPro (ইংরেজি ভাষায়)। ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৩ 
  98. "Lidl becomes official partner of UEFA Euro 2024"UEFA.com (ইংরেজি ভাষায়)। ২১ মার্চ ২০২৩। ৩০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৩ 
  99. "Unilever kicks off multi-brand partnership with UEFA Euro 2024"UEFA.com (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০২৩। ১০ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৩ 
  100. "vivo becomes official partner of UEFA Euro 2020 and 2024"UEFA.com। ১২ নভেম্বর ২০২০। ১৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২০ 
  101. "Bitburger becomes official national partner of UEFA Euro 2024"UEFA.com (ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০২৩। ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৩ 
  102. "Deutsche Bahn unveiled as national partner for UEFA Euro 2024"। ১২ জুন ২০২৩। ১২ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৩ 
  103. "Deutsche Telekom becomes official national partner of UEFA Euro 2024 providing digital services for tournament"UEFA.com (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০২৩। ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৩ 
  104. "ERGO becomes official national partner of UEFA Euro 2024"UEFA.com (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ২০২৩। ২৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩ 
  105. "Wiesenhof partners with UEFA Euro 2024"UEFA.com (ইংরেজি ভাষায়)। ১৫ সেপ্টেম্বর ২০২৩। ১৪ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩ 
  106. "Countdown to Euro 2024 is on"। ১৪ জুন ২০২৩। ২১ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩ 
  107. "Germany unveils a teddy bear as the mascot for Euro 2024 but this time wearing shorts"। ABC News। ২০ জুন ২০২৩। ২১ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩ 
  108. "UEFA Euro 2024 mascot unveiled – now we need your helping naming it!"UEFA.com। Union of European Football Associations। ২০ জুন ২০২৩। ২০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৩ 
  109. "Euro 2024 mascot named: Meet Albärt!"UEFA.com। Union of European Football Associations। ৫ জুলাই ২০২৩। ৫ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৩ 
  110. "UEFA and adidas unveil FUSSBALLLIEBE, the Official Match Ball of UEFA Euro 2024"UEFA.com। Union of European Football Associations। ১৫ নভেম্বর ২০২৩। ১৯ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৩ 
  111. "Euro 2024: Adidas ball technology will enable quicker offside and handball decisions, says Uefa"BBC SportBritish Broadcasting Corporation। ৫ ডিসেম্বর ২০২৩। ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:উয়েফা ইউরো ২০২৪-এর চূড়ান্ত প্রতিযোগী টেমপ্লেট:উয়েফা ইউরো ২০২৪-এর স্টেডিয়াম