আলউই মসজিদ

মালয়েশিয়ার মসজিদ

সুলতান ইস্কান্দার মসজিদ (মালয়: Masjid Alwi বা মসজিদ সুলতান ইস্কান্দার) হলো মালয়েশিয়ার পেরলিসের কানগারে অবস্থিত একটি মসজিদ।

আলউই মসজিদ
মসজিদ আলউই
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি
অবস্থান
অবস্থানকানগার, পেরলিস, মালয়েশিয়া
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীমুঘল
ভূমি খনন১৯৩১
সম্পূর্ণ হয়১৯৩৩

নামকরণ সম্পাদনা

পেরলিসের রাজা, সৈয়দ আলউই ইবনি আলমারহুম তুয়ান সৈয়দ সাফি জামালুলাইলের নামানুসারে এই মসজিদটির নামকরণ করা হয়েছে।

ইতিহাস সম্পাদনা

১৯২০ সালে, এই মসজিদটি নির্মাণের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টা শুরু হয়েছে। তহবিল সংগ্রহ করার পর, ১৯৩১ সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং ১৯৩৩ সালে সম্পন্ন হয়েছে। এরপরে রাজা সৈয়দ আলউই আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন। ১৯৮৮ সালে জাতীয় ঐতিহ্য আইন ২০০৫-এর অধীনে এই মসজিদটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল।[১]

স্থাপত্য সম্পাদনা

এই মসজিদটি মুঘল স্থাপত্য অনুকরণে নির্মাণ করা হয়েছে।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Masjid Alwi, Kangar" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-৩১ 

বহিঃসংযোগ সম্পাদনা