জাবানা!
জাবানা ! (আরবি: زبانة) ২০১২ সালে নির্মিত একটি আলজেরীয় নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন সাইদ ওউলদ খলিফা এবং প্রযোজনা করেছেন ইয়াসিন লালোউই।[১] চলচ্চিত্রটি ৮৫তম অ্যাকাডেমি পুরস্কারের শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে আলজেরিয়া থেকে মনোনয়ন পেয়েছিল। কিন্তু এটি চূড়ান্ত তালিকায় স্থান পেতে ব্যর্থ হয়।[২]
জাবানা! !زبانة | |
---|---|
পরিচালক | সাইদ ওউল্দ খলিফা |
প্রযোজক | ইয়াসিন লালোউই |
রচয়িতা | আজাদাইন মিহওবি |
শ্রেষ্ঠাংশে | খালেদ বেনাইসা |
চিত্রগ্রাহক | মার্ক কনিঙ্কক্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৭ মিনিট |
দেশ | আলজেরিয়া |
ভাষা | আরবি ভাষা |
পটভূমি
সম্পাদনাচলচ্চিত্রটি আলজেরিয়ানর স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী আহমেদ জাবানা (১৯২৬ – ১৯৫৬)-কে নিয়ে রচিত। এতে তার জীবনযাত্রা এবং আলজেরিয়ার স্বাধীনতায় তার ভূমিকা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটিতে জাবানা সফলভাবে ফরাসি ফরেস্ট রেঞ্জার ফ্রাসোঁয়া ব্রাউনকে হত্যা করতে সক্ষম হন। পরবর্তীতে সামরিক আদালতের রায়ে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। আলজিরিয়ার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০৭ মিনিটের এই চলচ্চিত্রটি নির্মিত হয়।[৩]
কুশীলব
সম্পাদনা- খালেদ বেনাইসা – আহমেদ জাবানা চরিত্রে
- ইমাদ বেনসেনি
- আবদেলকাদের জেরিও
- লরেন্ট গের্নিগন
- করাদো ইনভার্নিজি
- নিকোলাস পিগনন
মুক্তি
সম্পাদনাজাবানা! চলচ্চিত্রটি ২০১২ সালের ৭ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুক্তি পায়। দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত হয়।[১] রোম চলচ্চিত্র উৎসব এবং অস্কারে এটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল।[২] আইএমডিবিতে চলচ্চিত্রটির রেটিং ৫.৭।[৪]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "জাবানা!"। দুবাই ফিল্ম ফেস্ট (ইংরেজি ভাষায়)। ৩১ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৩।
- ↑ ক খ Vourlias, Christopher (২৭ সেপ্টেম্বর ২০১২)। "'Zabana!' to carry Algeria Oscar hopes"। Variety (ইংরেজি ভাষায়)। রিড বিজনেস ইনফর্মেশন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "জাবানা!"। আফ্রিকালচার্স (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৮।
- ↑ "জাবানা!"। ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেস (ইংরেজি ভাষায়)। ২০১২-০৯-০৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে Zabana! (ইংরেজি)