ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মেডিকেল স্কুলস

আনুষ্ঠানিকভাবে স্বীকৃত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের বৈশ্বিক ডেটাবেজ
(World Directory of Medical Schools থেকে পুনর্নির্দেশিত)

ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মেডিকেল স্কুলস চিকিৎসা শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের উন্মুক্ত ডেটাবেজ[১] এ নির্দেশিকায় বিশ্বের ৩,৮০০-এর অধিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত রয়েছে। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই) ও ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চের (ফেইমার) যৌথ উদ্যোগে নির্দেশিকাটি প্রকাশিত হয়েছে।

ডেটাবেজ সম্পাদনা

ডেটাবেজে ‘চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে ‘প্রাথমিক চিকিৎসা যোগ্যতার দিকে ধাবিত করার জন্যে পুরোপুরি অথবা নির্দেশিত পূর্ণাঙ্গ কার্যক্রম বাস্তবায়নকারী শিক্ষামূলক প্রতিষ্ঠানরূপে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ, একজন চিকিৎসককে অবাধে চিকিৎসা সেবা পরিচালনায় অনুমতিপত্র লাভের যোগ্যতা অর্জনকারী হিসেবে পরিগণিত হন।’[২] ২০২৩-এর হিসাব অনুযায়ী ২০২৩ সালের হিসাব অনুযায়ী ডেটাবেজে ৩,৮০০-এর অধিক চলমান ও ১৯০-এর অধিক বন্ধ চিকিৎসা প্রতিষ্ঠানের তথ্যাদি রয়েছে।[৩] ডব্লিউএফএমই’র ইবনে সিনা ডিরেক্টরি ফর মেডিসিন ও ফেইমারের ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশন ডিরেক্টরি (আইএমইডি) একীভূত হয়ে এটি তৈরি করা হয়েছে। এর পূর্বে উক্ত প্রতিষ্ঠানদ্বয় এককভাবে বিস্তৃত তথ্যভাণ্ডার গড়ে তুলেছিল।[৪]

ইতিহাস সম্পাদনা

ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) উপর দায়িত্বভার প্রদানের পূর্বে মূলতঃ ১৯৫৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মেডিকেল স্কুলস প্রকাশ করতো। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) নির্দেশিকার নাম পরিবর্তিত করে ইবনে সিনা ডিরেক্টরি ডিরেক্টরি ফর মেডিসিন রাখে।

২০০২ সালে ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ (ফেইমার) পৃথক আরেকটি ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশন ডিরেক্টরি (আইএমইডি) প্রকাশিত হতে থাকে। মার্চ, ২০১২ সালে ইবনে সিনা ও আইএমইডি নির্দেশিকাদ্বয় একটি পূর্ণাঙ্গ বিস্তৃত নির্দেশিকা প্রকাশে একীভূত হতে রাজী হয়।[৫] এপ্রিল, ২০১৪ সালে ডব্লিউএফএমই ও ফেইমার প্রতিষ্ঠানদ্বয় নবরূপে ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মেডিকেল স্কুলস আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।[৬] ফলশ্রুতিতে, ইবনে সিনা ও আইএমইডি নির্দেশিকাদ্বয় বন্ধ হয়ে যায়।[৭]

ব্যবসায়িক চুক্তি সম্পাদনা

অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল, এডুকেশনাল কমিশন ফর ফরিন মেডিকেল গ্র্যাজুয়েটস এবং মেডিকেল কাউন্সিল অব কানাডা এ নির্দেশিকার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে।[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Duvivier, Robbert J; Boulet, John R; Opalek, Amy; van Zanten, Marta; Norcini, John (সেপ্টেম্বর ২০১৪)। "Overview of the world's medical schools: an update"। Medical Education48 (9): 860–869। এসটুসিআইডি 206186735ডিওআই:10.1111/medu.12499পিএমআইডি 25113113 
  2. "About the World Directory"। World Directory of Medical Schools। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭ 
  3. "World Directory of Medical Schools – ECA"ecahe.eu (ইংরেজি ভাষায়)। European Consortium for Accreditation। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭ 
  4. "FAIMER and WFME to Collaborate on Combined Medical School Directory"। Educational Commission for Foreign Medical Graduates। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৭ 
  5. "History of the World Directory of Medical Schools"। World Federation for Medical Education and the Foundation for Advancement of International Medical Education and Research। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৩ 
  6. "WFME and FAIMER Staff Publish Article about the World Directory of Medical Schools"FAIMER। ৯ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১ 
  7. "FAIMER® and WFME Announce the Launch of the World Directory of Medical Schools" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Foundation for Advancement of International Medical Education and Research। ২০১৬-০১-১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১০-৩০ 
  8. "World Directory of Medical Schools | Sponsors"wdoms.org (ইংরেজি ভাষায়)। World Directory of Medical Schools। ৬ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা