গণবিধ্বংসী অস্ত্র

(WMD weapons থেকে পুনর্নির্দেশিত)

গণবিধ্বংসী অস্ত্র বা গণবিধ্বংসী মারণাস্ত্র (ইংরেজি ভাষায়: Weapon of mass destruction - WMD) বলতে এমন যেকোনও অস্ত্রকে বোঝায় যা অনেক মানুষকে একসাথে মেরে ফেলার ক্ষমতা রাখে, যা মনুষ্য নির্মিত (দালান) বা প্রাকৃতিক (পাহাড়) কাঠামোর বিপুল ক্ষতি সাধন করে বা সাধারণভাবে জীবমণ্ডলের বিশাল ক্ষতির কারণ হয়। বিভিন্ন ধরনের অনেক অস্ত্র এই শ্রেণীর মধ্যে পড়ে।

চিহ্ন ইউনিকোড ছবি
বিষাক্ত প্রতীক U+2620  
তেজস্ক্রিয় প্রতীক U+2622  
জৈববিপদ প্রতীক U+2623  
রাসায়নিক যুদ্ধাবস্থা প্রতীক N/A N/A