ভিনসেঞ্জো গ্যালিলি

(Vincenzo Galilei থেকে পুনর্নির্দেশিত)

ভিনসেঞ্জো গ্যালিলি (১৫২০ - জুলাই ২, ১৫৯১) একজন বিখ্যাত ইতালীয় সংগীতজ্ঞ। তিনি বিজ্ঞানি গ্যালিলিও গ্যালিলির বাবা ছিলেন।

প্রাচীন ও আধুনিক সংগীতের , ১৫৮১

তিনি ১৫২০ সালের দিকে তোসকানার পিসার সান্তা মারিয়া এ মন্তেতে জন্মগ্রহণ করেছিলেন [] এবং খুব অল্প বয়সেই তিনি লুটে পড়াশোনা শুরু করেছিলেন। ১৫৬২ সালের কিছু আগে তিনি পিসায় চলে যান, যেখানে ৫ জুলাই তিনি এক সম্ভ্রান্ত পরিবারের গিয়ুলিয়া আম্মানতিকে বিয়ে করেন। গ্যালিলিও গ্যালিলি ছিলেন তাঁর ছয় বা সাত সন্তানের মধ্যে সবচেয়ে বড়; ১৫৭৫ সালে জন্মগ্রহণকারী তাঁর আরেক পুত্র, মাইকেলাগনলো, [] একজন দক্ষ লুটেনবাদক এবং সুরকার হয়েছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Vincenzo Galilei"brunelleschi.imss.fi.it (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. Fabris, Dinko (২০১১)। "Galileo and Music: A Family Affair - aspbooks.org"aspbooks.org। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯