বিকাশ কুমার

ভারতীয় অভিনেতা
(Vikash Kumar থেকে পুনর্নির্দেশিত)

বিকাশ কুমার একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং সংলাপ প্রশিক্ষক। তিনি আর্য ধারাবাহিকে এসিপি খান, সি.আই.ডি.-তে সিনিয়র ইন্সপেক্টর রজত, পরমাণু: দ্যা স্টোরি অফ পোখরান চলচ্চিত্রে মেজর প্রেম চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[১] তিনি ইশকিয়া, শকুন্তলা দেবী এবং উড়ান সহ বিভিন্ন হিন্দি চলচ্চিত্রে সংলাপ প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।[২]

বিকাশ কুমার
জন্ম (1977-05-18) ১৮ মে ১৯৭৭ (বয়স ৪৬)
জাতীয়তাভারতীয়
শিক্ষাএমবিএ
পেশা
কর্মজীবন২০০৬–বর্তমান
দাম্পত্য সঙ্গীরবি সেহগাল
সন্তান

ব্যক্তিগত জীবন সম্পাদনা

বিকাশ কুমার ভারতের বিহারের গয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বিহারের একজন ডাক্তার। বিকাশ দেরাদুনের ওয়েলহাম বয়েজ স্কুল থেকে প্রারম্ভিক পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন।[৩][৪] তিনি মঞ্চ পরিচালক ব্যারি জনের অধীনে তিন মাসের একটি অভিনয় কর্মশালা সম্পন্ন করেছিলেন।

তিনি রবি সেহগালকে বিয়ে করেছেন। এই দম্পতির রাবানি নামে একজন কন্যা সন্তান রয়েছে।

অভিনীত চলচ্চিত্র সম্পাদনা

বছর চলচ্চিত্র ভূমিকা
২০০৬ শানু ট্যাক্সি (শর্ট) শানু
২০১২ হ্যান্ডওভার রতন দাস
২০১৫ পৃথিপাল সিং..অ্যা স্টোরি পৃথিপাল সিং
২০১৬ এবিএস এনটি (শর্ট) ইকবাল
২০১৭ আজ্জি দস্তুর
২০১৮ হামিদ অভয়
২০১৮ পরমাণু: দ্যা স্টোরি অফ পোখরান মেজর প্রেম
২০২১ ধামাকা প্রবীণ কামত

টেলিভিশন সম্পাদনা

বছর অনুষ্ঠান ভূমিকা
২০১০ পাউডার উমেশ জগদালে
২০১১ খোটে সিক্কে সিনিয়র ইন্সপেক্টর দামোদর দেশমুখ
২০১১ আদালত সিনিয়র ইন্সপেক্টর দামোদর দেশমুখ
২০১২-২০১৩ সি.আই.ডি. সিনিয়র ইন্সপেক্টর রজত
২০১৯ কোর্ট রুম - সাচ্চাই হাজির হো সঞ্চালক
২০২০-বর্তমান আর্য এসিপি খান
২০২২ দিল্লি খব্বর ড্যানি সিং
২০২৩ কালা পানি সন্তোষ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Actor Vikas Kumar aka inspector Rajat pens down a heartfelt note for his CID co-star Dinesh Phadnis, calls him 'the most loved character in CID'"The Times of India। ২০২৩-১২-০৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৪ 
  2. "I have seen Sushmita as a mother, she is very nice and patient: Vikas Kumar on his Aarya co-star"The Times of India। ২০২৪-০২-০৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৪ 
  3. "Bihar youth coaches Bollywood actors in diction"The Times of India। ২০১৪-০২-০৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৪ 
  4. "How Yana, Kalki learnt Hindi"Rediff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৪ 

বহিঃসংযোগ সম্পাদনা