উকায়ালি নদী

পেরুর নদী
(Ucayali River থেকে পুনর্নির্দেশিত)

উকায়ালি নদী (স্পেনীয় ভাষায়: Río Ucayali) পেরুর একটি নদী এবং আমাজন নদীর অন্যতম প্রধান উপনদী। পূর্ব পেরুতে আপুরিমাকউরুবাম্বা নদীর মিলনে এই নদীর উৎপত্তি হয়েছে। এটি উত্তর দিকে প্রায় ১৯০০ কিলোমিটার প্রবাহিত হয়ে নাউতার কাছে মারানিয়োন নদীর সাথে মিলিত হয়েছে।[১]

উকায়ালি নদী
আমাজন বেসিনের মানচিত্রে উকায়ালি নদী (বেগুনী রঙে চিহ্নিত)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ucayali River | Description, Location, & Facts | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৮