তিররেনীয় সাগর

সাগর
(Tyrrhenian Sea থেকে পুনর্নির্দেশিত)

তিররেনীয় সাগর (ইংরেজি: Tyrrhenian Sea; ইতালীয় ভাষায়: Mar Tirreno) ভূমধ্যসাগরের একটি অংশ। এটিকে ইতালীয় উপদ্বীপ এবং সিসিলি, সার্দিনিয়াকর্সিকা দ্বীপগুলি আংশিকভাবে ঘিরে রেখেছে। এর উত্তরে লিগুয়ারীয় সাগর। তিররেনীয় সাগর মেসসিনা প্রণালীর মাধ্যমে আয়োনীয় সাগরের সাথে সংযুক্ত।

তিররেনীয় সাগর

তথ্যসূত্র সম্পাদনা