হরিয়াল

পাখির গণ
(Treron থেকে পুনর্নির্দেশিত)

হরিয়াল এক ধরনের পায়রা জাতীয় ফলভূক বৃক্ষচারী পাখি। পৃথিবীর সব হরিয়াল ট্রেরন (Treron) গণের অন্তর্গত। এই গণের মোট তেইশটি প্রজাতি এশিয়াআফ্রিকা জুড়ে বিস্তৃত।[১] এদের প্রধান খাদ্য ফল। এছাড়া বাদাম ও বীজ খাদ্যতালিকায় রয়েছে। এদের ডানা লম্বা, গোলাকার ও সূঁচালো। প্রজাতিভেদে লেজ বিভিন্ন আকারের। লেজ গোজাকার, গোলাকার বা সূঁচালো। পা বলিষ্ঠ ও বেশ খাটো। পায়ের তলায় মাংসল গদি থাকে যা বৃক্ষে চলাফেরা করার উপযোগী। সাধারণত বৃক্ষবাসী। স্ত্রী ও পুরুষ হরিয়ালের চেহারায় তফাৎ রয়েছে।

হরিয়াল
কমলা-বুক হরিয়াল
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Columbiformes
পরিবার: Columbidae
গণ: Treron
Vieillot, 1816
প্রজাতি

২৩ প্রজাতি, নিবন্ধ দেখুন

প্রজাতিসমূহ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১৪০।