থিওডোর কালুজা

(Theodor Kaluza থেকে পুনর্নির্দেশিত)

থিওডোর ফ্রান্‌ৎস অ্যাডুয়ার্ড কালুজা (৯ নভেম্বর ১৮৮৫ – ১৯ জানুয়ারি ১৯৫৪) ছিলেন জার্মান একজন গণিতবিদপদার্থবিজ্ঞানী, যিনি পঞ্চমাত্রার স্থান-কাল ক্ষেত্রসমীকরণ সংক্রান্ত কালুজা-ক্লেইন তত্ত্বের জন্য পরিচিত। তার প্রদত্ত ধারণা মতে, স্ট্রিং তত্ত্বের বহু পরে পুনরায় উদ্ভূত অতিরিক্ত মাত্রাগুলি প্রবর্তনের মাধ্যমে মৌলিক শক্তিকে একত্রিত করা যেতে পারে।

থিওডোর ফ্রান্‌ৎস অ্যাডুয়ার্ড কালুজা
জন্ম(১৮৮৫-১১-০৯)৯ নভেম্বর ১৮৮৫
মৃত্যু১৯ জানুয়ারি ১৯৫৪(1954-01-19) (বয়স ৬৮)
মাতৃশিক্ষায়তনকুনিজবার্গ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণকালুজা-ক্লিন তত্ত্ব
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগাণিতিক পদার্থবিজ্ঞান

ব্যক্তিগত জীবন সম্পাদনা

কালুজা ছিলের অসাধারণ বহুমুখী প্রতিভাধারী। তিনি ১৭টি ভাষায় কথা বলা ওবং লেখায় পারদর্শী ছিলেন তিনি। তার স্বভাব ছিল বিনয়ী। নাৎসি আদর্শকে অস্বীকার করেছিলেন তিনি।

উৎস সম্পাদনা