দ্য প্রাইস অব সল্ট

প্যাট্রিসিয়া হাইস্মিথের উপন্যাস
(The Price of Salt থেকে পুনর্নির্দেশিত)

দ্য প্রাইস অব সল্ট (ইংরেজি: The price of salt) হচ্ছে একটি নারী সমকামিতা-কাহিনী বিশিষ্ট উপন্যাস।[১] ১৯৫২ সালে এটি প্রথম প্রকাশিত হয় এবং এটির লেখক ছিলেন প্যাট্রিশিয়া হাইস্মিথ। ১৯৫২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বের হওয়া সহ এটি যুক্তরাজ্য এবং কানাডাতেও বের হয়, এরপর পঞ্চাশের দশকেই পর্যায়ক্রমে বের হয় কানাডা এবং নিউ জিল্যান্ডে, একই সময় উপন্যাসটির ফরাসী ভাষা এবং জার্মান ভাষা সংস্করণ বের হয়ে যায় এবং পঞ্চাশের দশকেই শুধু ইংরেজি ভাষাতেই কয়েক লাখ কপি বিক্রি হয়ে যায়। লেখিকা প্যাট্রিশিয়া হাইস্মিথ ক্লেয়ার মর্গান ছদ্মনামে উপন্যাসটি লিখেছিলেন।[২]

দ্য প্রাইস অব সল্ট
লেখকপ্যাট্রিশিয়া হাইস্মিথ
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ধরননারী সমকামী সাহিত্য
প্রকাশিত১৯৫২

উপন্যাসটির মুখ্য দুই চরিত্রের নাম হচ্ছে থেরেসে এবং ক্যারল, এই দুই নারীর মধ্যকার প্রেম নিয়েই উপন্যাস। উপন্যাসটি ক্যারল (চলচ্চিত্র) নামে ২০১৪ সালে বের হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Lidija Haas (১৯ মে ২০২০)। "For This Lesbian Romance, World War II Is Just One Complication"nytimes.com 
  2. Margaret Talbot (২৩ নভেম্বর ২০১৫)। "Forbidden love: The passions behind Patricia Highsmith's "The Price of Salt""newyorker.com 
  3. Jill Dawson (১৩ মে ২০১৫)। "Carol: the women behind Patricia Highsmith's lesbian novel"theguardian.com 

বহিঃসংযোগ সম্পাদনা