মহাকাশ বিজ্ঞান

পৃথিবী থেকে 100 কিলোমিটার দূর থেকে যে মহাশূন্য শুরু তকে মহাকাশ বলে
(Space science থেকে পুনর্নির্দেশিত)

মহাকাশ বিজ্ঞান বলতে মহাকাশ সংশ্লিষ্ট সকল বিজ্ঞানের সমষ্টিকে বুঝায়। এই বিজ্ঞানের অন্তর্ভুক্ত প্রায় সবগুলো শাখাকেই জ্যোতির্বিজ্ঞানের অংশ মনে করা যেতে পারে। কিন্তু জ্যোতির্বিজ্ঞানের কয়েকটি শাখা এতো বিস্তৃতি লাভ করেছে যে সেগুলোকে সম্পূর্ণ স্বাধীন হিসেবে বিবেচনা করতে হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জ্যোতিঃপদার্থবিজ্ঞান। এজন্যই এক মহাকাশ বিজ্ঞানের মধ্যে সবগুলোকে একত্রিত করা হয়েছে। লাইব্রেরি অফ কংগ্রেসের ডিউই দশমিক পদ্ধতি অনুসারে মহাকাশ বিজ্ঞানের মধ্যে আটটি শাখাকে স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই আটটি শাখা হচ্ছে:

২০১০ সালে চিলির প্যারানাল অবজারভেটরিতে আকাশগঙ্গা ছায়াপথের একটি লেজার-গাইডেড পর্যবেক্ষণ।