সাইমন ফ্রাই

(Simon Fry থেকে পুনর্নির্দেশিত)

সাইমন ডগলাস ফ্রাই (জন্ম: ২৯ জুলাই, ১৯৬৬) দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণকারী ক্রিকেট আম্পায়ার[১] আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অস্ট্রেলিয়ার পক্ষে ক্রিকেট আম্পায়ার হিসেবে প্রতিনিধিত্ব করছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডের মধ্যে জ্যেষ্ঠ ক্রিকেট আম্পায়ারদের আন্তর্জাতিক অদল-বদল পরিকল্পনার অংশ হিসেবে মনোনীত হন।[২]

সাইমন ফ্রাই
এমসিজিতে অনুষ্ঠিত ২০১২/১৩ রাইওবি ওয়ানডে কাপ ফাইনালে ফ্রাই
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসাইমন ডগলাস ফ্রাই
জন্ম (1966-07-29) ২৯ জুলাই ১৯৬৬ (বয়স ৫৭)
অ্যাডিলেড, অস্ট্রেলিয়া
ভূমিকাআম্পায়ার
আম্পায়ারিং তথ্য
ওডিআই আম্পায়ার১৩ (২০১১–২০১৪)
এফসি আম্পায়ার৫২ (২০০২–বর্তমান)
এলএ আম্পায়ার৪৫ (২০০১–বর্তমান)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
উৎস: Cricket Archive, ১৩ নভেম্বর ২০১১

সাইমন ফ্রাই একদিনের আন্তর্জাতিকে প্রথম আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন। ২৬ জানুয়ারি, ২০১১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফরকারী ইংল্যান্ড দল বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মধ্যকার খেলায় তার এ অংশগ্রহণ। ২০১০-১১ মৌসুমের এ সফরকারী দল ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টুয়েন্টি২০ খেলাতেও তার অংশগ্রহণ ছিল।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Simon Fry"। সংগ্রহের তারিখ ২০১১-০২-০২ 
  2. "New Zealand, Australia exchange cricket umpires"। সংগ্রহের তারিখ ২০১১-০২-০২ 
  3. "Australia v England / Scorecard"। সংগ্রহের তারিখ ২০১১-০২-০২ 

আরও দেখুন সম্পাদনা