পান্থপাদপ

উদ্ভিদের প্রজাতি
(Ravenala থেকে পুনর্নির্দেশিত)

পান্থপাদপ (ইংরেজি: traveller's tree বা traveller's palm), (দ্বিপদ নাম: Ravenala madagascariensis) হচ্ছে একটি মাদাগাস্কার বা মালিগাছি উদ্ভিদ প্রজাতি। এরা রাভেনালা গণের একমাত্র প্রজাতি। বাংলা ভাষায় 'পান্থ' মানে পথিক, আর 'পাদপ' শব্দের অর্থ গাছ। অর্থাৎ এদের বাংলা নামের অর্থ পথিকের গাছ।

পান্থপাদপ
Ravenala madagascariensis
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Monocots
শ্রেণীবিহীন: Commelinids
বর্গ: Zingiberales
পরিবার: Strelitziaceae
গণ: Ravenala
Adans.
প্রজাতি: R. madagascariensis
দ্বিপদী নাম
Ravenala madagascariensis
Sonn.

এদের দেখতে কলাগাছের মতো, তবে লম্বাটে পাতাগুলো কাণ্ডের মাথায় দু'পাশ থেকে সারিবদ্ধভাবে উঁচানো অবস্থায় থাকে। এমন ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণেই এই গাছকে কলাগাছ থেকে আলাদা করা যায়। শরৎ ও হেমন্ত কালে এদের ফুল ফোটে। উঁচান বড় বড় ডাঁটায় নৌকাকৃতি পত্রপুট, তাতে দ্বিলিংগ ফুল। ফল ৩-কোষী, শক্ত ও স্বয়ংবিদারী। বীজ হয় অনেক। গোড়ার চারা ও বীজ থেকে বংশবৃদ্ধি হয়।[১] অনেকেই বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছ লাগান।

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. দ্বিজেন শর্মা, ফুলগুলি যেন কথা, বাংলা একাডেমী, ঢাকা, ডিসেম্বর ২০০৩, পৃষ্ঠা-২৯।