র‌্যান্ডউইক

(Randwick, New South Wales থেকে পুনর্নির্দেশিত)

র‌্যান্ডউইক (ইংরেজি: Randwick) দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্‌স রাজ্যের একটি শহর। সিডনির এই উপশহরটি তাসমান সাগরের তীরে সিডনি মেট্রোপলিটান এলাকায় অবস্থিত। শহরটির উত্তরে সেন্টেনিয়াল পার্ক, পূর্বে সমুদ্রতীরবর্তী কুগি শহর, এবং দক্ষিণ-পশ্চিমে একটি কারিগরি বিশ্ববিদ্যালয়। শহরটিতে একটি র‌্যান্ডুইক রেসকোর্স নামের একটি ঘোড়দৌড়ের মাঠ আছে। শহরটির জনসংখ্যা আনুমানিক ১২০,০০০।

গ্যালারি

সম্পাদনা