রেডিও টেলিভিশন ব্রুনাই

(Radio Television Brunei থেকে পুনর্নির্দেশিত)

রেডিও টেলিভিশন ব্রুনাই (মালয়: Radio Televisyen Brunei; সংক্ষেপে আরটিবি) হল ব্রুনাইয়ের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। ১৯৫৭ সালের ২ মে রেডিও ব্রুনাই প্রথম সম্প্রচার শুরু করে এবং ১৯৭৫ সালের ১ মার্চ এতে টেলিভিশন পরিষেবা যোগ হয়। রেডিও টেলিভিশন ব্রুনাই একচ্ছত্রভাবে দেশের ফ্রি-টু-এয়ার টেলিভিশনকে নিয়ন্ত্রণ করে থাকে। ১৯৯৯ সালে দেশটির একমাত্র বাণিজ্যিক রেডিও স্টেশন ক্রিস্টাল এফএম প্রতিষ্ঠার আগ পর্যন্ত দেশটির রেডিও খাতেও সংস্থাটির একচেটিয়া প্রাধান্য ছিল। ব্রুনাইয়ের জাতীয় প্রতীককে ভিত্তি করে প্রতিষ্ঠানটির লোগো তৈরি করা হয়েছে।[১]

রেডিও টেলিভিশন ব্রুনাই (আরটিবি)
Radio Televisyen Brunei (RTB)
ধরনরাষ্ট্রীয় ব্রডকাস্টার
ব্র্যান্ডিংরেডিও টেলিভিশন ব্রুনাই
দেশব্রুনাই
প্রথম সম্প্রচারের তারিখ
১ মার্চ ১৯৭৫ রেডিও টেলিভিশন ব্রুনাই (আরটিবি) হিসেবে
প্রাপ্যতাদেশব্যাপী (সারাওয়াক রাজ্যের উত্তরের অংশ এবং লাবুয়ান দ্বীপপুঞ্জের সীমান্ত দিয়ে মালয়েশিয়াতেও উপলব্ধ) এবং আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আরটিবি সুকমাইন্দেরা'র মাধ্যমে বিশ্বব্যাপী
প্রতিষ্ঠিত২ মে ১৯৫৭ (1957-May-02) রেডিও ব্রুনাই হিসেবে
১ মার্চ ১৯৭৫ (1975-March-01) রেডিও টেলিভিশন ব্রুনাই হিসেবে
স্লোগানSentiasa Bersama Biskita (অর্থ: সবসময় আপনার সাথে)
(১৯৫৭—বর্তমান)
প্রধান কার্যালয়বন্দর সেরি বেগাওয়ান, ব্রুনাই
এলাকাব্রুনাই
মালিকানাব্রুনাইয়ের তথ্য, প্রযুক্তি ও কলা মন্ত্রণালয়
অফিসিয়াল ওয়েবসাইট
www.rtb.gov.bn

ইতিহাস সম্পাদনা

রেডিও সম্পাদনা

১৯৫৭ সালের ২ মে ব্রুনাইয়ের সুলতান তৃতীয় ওমর আলি সাইফুদ্দিনের হরি রাইয়া (ঈদুল ফিতর) শুভেচ্ছা বার্তা সম্প্রচার করার মাধ্যমে রেডিও টেলিভিশন ব্রুনাই আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির একটি মাত্র স্টুডিও ছিল, যেখান থেকে প্রতিদিন রাত ৮:০০ টা থেকে ৮:৪৫ পর্যন্ত মোট ৪৫ মিনিট অনুষ্ঠান সম্প্রচার করা হত। সেখানে একটি ১.২ কিলোওয়াট ক্ষমতার ট্রান্সমিটার ছিল, যার সাহায্যে রাজধানী বন্দর সেরি বেগাওয়ান এবং এর আশেপাশের মাত্র পাঁচ মাইল এলাকা জুড়ে তরঙ্গ পৌঁছানো যেত। রেডিও ব্রুনাই ১৯৫৭ সালে প্রথম অনুষ্ঠান সম্প্রচার করা শুরু করে।

১৯৭৪ সালে, আরটিবিতে মাত্র ১৭১ জন কর্মী এবং তিনটি ট্রান্সমিশন সাইট ছিল; যার সাহায্যে দেশটির প্রায় সকল অংশে এমনকি দেশের বাইরেও সম্প্রচার করা যেত।

টেলিভিশন সম্পাদনা

রেডিও টেলিভিশন ব্রুনাই ১৯৭৫ সালের ১ ফেব্রুয়ারি চ্যানেল ৫-এর পরীক্ষামূলক সম্প্রচার শুরুর মাধ্যমে প্রথম পাইলট টেলিভিশন পরিষেবা চালু করে। ১৯৭৫ সালের ১ মার্চ ব্রুনাই-মুয়ারা জেলায় সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে নিয়মিত টেলিভিশন পরিষেবা চালু হয়। একই বছরের ৯ জুলাই ব্রুনাইয়ের সুলতান হাসসান আল-বলকিয়াহ আনুষ্ঠানিকভাবে আরটিবি ১ এর উদ্বোধন করেন। সেসময় আরটিবি স্টুডিওতে কেবল তিনজন কর্মী ছিলেন, আর ট্রান্সমিটার অংশে ছিলেন চারজন কর্মী।

  • পর্যায় ১— রেডিও স্টেশনগুলোর একটি অংশকে টেলিভিশন স্টেশন হিসেবে ব্যবহার করা হত।
  • পর্যায় ২— ১৯৮০ সালে চালু হওয়া বর্তমান বহুমুখী স্টুডিও কমপ্লেক্সটি ব্যবহার করা। আরটিবি ২ বা চ্যানেল ৮ পরিচালিত দ্বিতীয় টেলিভিশন ট্রান্সমিটারটি ১৯৭৬ সালের ১ মার্চ সালে ব্রুনাই-মুয়ারা জেলায় চালু করা হয়।

১৯৭৬ সালের ১ মার্চ চ্যানেলটি প্রথম স্টুডিওর বাইরের অনুষ্ঠান প্রচার করে। সেদিন ব্রুনাইয়ের সুলতানের জন্মদিন উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ তৎকালীন 'টাউন পাদাং' থেকে টেলিভিশনে সম্প্রচার করা হয়। পরবর্তীতে টেলিভিশন প্রকল্পের জন্য ৩৫ মিলিয়ন ব্রুনাই ডলারের বাজেট তৈরি করা হয়। ১৯৭৭ সালের ১ মার্চ ব্রুনেই-মুয়ারা জেলা থেকে এফএম স্টেরিও রেডিও পরিষেবা চালু হয়। একই সময়ে, ব্রুনাই-মুয়ারা জেলার দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মাঝারি তরঙ্গের স্টেশন মালয় ভাষায় সম্প্রচার শুরু করে। আরটিবিতে বর্তমানে এক হাজার কর্মী রয়েছে। ব্রুনাইয়ের প্রায় সব অঞ্চলেই রেডিও ও টেলিভিশন পরিষেবা চালু আছে।

২০১৭ সালের ১১ এপ্রিল আরটিবি তার টিভি স্টেশনগুলোর জন্য একটি বড় রিব্র্যান্ডিং প্রকল্প শুরু করে। আরটিবি ১ এবং আরটিবি ৫-কে একীভূত করে আরটিবি পের্দানা গঠন করা হয়। আরটিবি ২ এবং আরটিবি ৩ এইচডিকে একত্রিত করে গঠন করা হয় আরটিবি আনেকা। আর, আরটিবি ৪-এর নামকরণ করা হয় আরটিবি সুকমাইন্দেরা[২][৩] মূলত আরটিবি'র সম্প্রচার ব্যবস্থা আধুনিকায়নের পরিকল্পনার অংশ হিসাবে এই রিব্র্যান্ডিং বাস্তবায়ন করা হয়েছিল।[২][৩]

রেডিও স্টেশন সম্পাদনা

নাম শুরুর তারিখ
ন্যাশনাল এফএম ২ মে ১৯৫৭
পিলিহান এফএম ৩১ ডিসেম্বর ১৯৯৫
পেলাঙ্গি এফএম ১ জানুয়ারি ১৯৯৬
হারমোনি এফএম ১৫ জুলাই ১৯৯৬
নুর ইসলাম ২ মে ১৯৯৭

টেলিভিশন চ্যানেল সম্পাদনা

নাম ভাষা শুরুর তারিখ
আরটিবি পের্দানা মালয়, ইংরেজি ১ মার্চ ১৯৭৫
আরটিবি আনেকা মালয়, ইংরেজি ১ মার্চ ১৯৭৬
আরটিবি সুকমাইন্দেরা মালয়, ইংরেজি ১ সেপ্টেম্বর ২০০৬

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Brunei Mansuh Siaran Analog, Kini Digital Penuh" (মালয় ভাষায়)। মাই নিউজ হাব। ৩০ জুন ২০১৭। ৪ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "State broadcaster to revamp, digitise TV channels"বর্নেও বুলেটিন অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২৫ 
  3. ফাইজাহ হাব (১২ এপ্রিল ২০১৭)। "State broadcaster to revamp, digitise TV channels" (ইংরেজি ভাষায়)। এশিয়া নিউজ নেটওয়ার্ক। ২৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা