কোয়েন্টিন টারান্টিনো

মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক এবং অভিনেতা
(Quentin Tarantino থেকে পুনর্নির্দেশিত)

কোয়েন্টিন জেরোম ট্যারান্টিনো (ইংরেজি: Quentin Jerome Tarantino) (জন্ম: ২৭শে মার্চ, ১৯৬৩) [১] মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। তিনি যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের নক্সভিল-এ জন্ম গ্রহণ করেন। অনেকের কাছে তিনি "কিউ" নামে পরিচিত। ১৯৯১ সালের জানুয়ারিতে রিজারভয়ার ডগ্‌স নামক চলচ্চিত্রের মাধ্যমে তার ব্যাপক পরিচিতি সৃষ্টি হলেও আসলে তার পরিচালনা এবং অভিনয় জীবনের শুরু ১৯৮৭ সালে মাই বেস্ট ফ্রেন্ড্‌স বার্থডে ছবির মাধ্যমে। তিন বছর পরে তার পাল্প ফিকশন এর মত স্বকীয়তায় ভাস্বর অন্যধারার ছবি নির্মাণ করেন। এই ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কারের জন্য অস্কার মনোনয়ন পায়। একই সাথে তিনি সেরা মৌলিক চিত্রনাট্য-এর জন্য অস্কার পুরস্কার লাভ করেন। তিনি বহু পুরস্কার লাভ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো দুইটি অস্কার [২][৩], দুইটি গোল্ডেন গ্লোব, দুইটি বাফটা [৪][৫] এবং পাম ডিওর

কোয়েন্টিন টারান্টিনো
Quentin Tarantino by Gage Skidmore.jpg
২০১৫ সালে কোয়েন্টিন টারান্টিনো
জন্ম
কোয়েন্টিন জেরোম টারান্টিনো

(1963-03-27) ২৭ মার্চ ১৯৬৩ (বয়স ৬০)
নক্সভিল, টেনেসি, যুক্তরাষ্ট্র
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক, এবং অভিনেতা
কর্মজীবন১৯৮৭–বর্তমান

চলচ্চিত্রসমূহসম্পাদনা

পরিচালক হিসেবেসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. http://www.filmreference.com/film/96/Quentin-Tarantino.html
  2. http://www.oscars.org/collection-highlights/all/pulp-fiction
  3. http://www.oscars.org/oscars/ceremonies/1995
  4. https://www.youtube.com/watch?v=P9wKVjWKHdo&t=12m6s
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০০৭