ম্যাসিডনের দ্বিতীয় ফিলিপ

(Philip II of Macedon থেকে পুনর্নির্দেশিত)

মেসিডোনিয়ার দ্বিতীয় ফিলিপ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মেসিডোনিয়ার রাজা ছিলেন। তিনি ছিলেন মেসিডনের আরগিদ রাজবংশের রাজা এবং রাজা ৩য় অ্যামিনতাসের ৩য় পুত্র। রাজা ফিলিপ গ্রীসের সকল নগর রাষ্ট্র জয় করেন। এরপর তিনি গ্রিক নগররাষ্ট্রসমূহের ফেডারেশন গঠনের উদ্যোগ নেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী এ ফেডারেশনের নাম হবে লিগ অব করিন্থ। রাজা নিজে হবেন এ ফেডারেশনের প্রধান শাসক। গ্রিক বাহিনীর সেনানায়ক হয়ে তারপর পারস্য আক্রমণের পরিকল্পনা ছিল। কিন্তু এক দেহরক্ষীর হাতে নিহত হলে তাঁর পরিকল্পনা বাস্তবায়িত হতে পারেনি।

দ্বিতীয় ফিলিপ
মাসেডন এর রাজা (বাসেলাস)
২য় ফিলিপের আবক্ষমূর্তি
রাজত্ব৩৫৯ খ্রিঃপূঃ – ৩৩৬ খ্রিঃপূঃ
পূর্বসূরি৪র্থ আমিন্তাস
উত্তরসূরিমহামতি আলেকজান্ডার
সমাধি
স্ত্রীগণ
বংশধরসাইনান
৩য় ফিলিপ
মহামতি আলেকজান্ডার
মেসিডনের ক্লিওপেট্রা
থেসালোনিকা
প্রথম প্টলেমি সোটার
গ্রিকΦίλιππος
প্রাসাদArgead dynasty
পিতা৩য় আমিন্টাস
মাতা২য় ইউরিডিস


রাজা ফিলিপের পুত্র ছিলেন মহামতি আলেকজান্ডার