পেনাল্টি শুট-আউট (ফুটবল)

(Penalty shootout (association football) থেকে পুনর্নির্দেশিত)

পেনাল্টি শুট-আউট (ইংরেজি: Penalty shootout) বা টাইব্রেকার হচ্ছে ফুটবল খেলায় ফলাফল নির্ধারণের একটি পদ্ধতি। ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্বে বা কোনো খেলায় মূল খেলা হবার পর ফলাফল ড্র থাকলে জয়-পরাজয় নির্ধারণ করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। এটি মূল খেলার পেনাল্টি কিক অংশের মতো হলেও নিয়মের কিছু ভিন্নতা রয়েছে। পেনাল্টি কিকে বলে বাধাদান করার পর তা মাঠের ভেতরে থাকলে আবারও তা আয়ত্তে নিয়ে গোল দেবার সুযোগ থাকে, কিন্তু পেনাল্টি শুটআউটে গোল দেবার জন্য মাত্র একটি শটই বরাদ্দ থাকে।

পেনাল্টি কিকটি লাহম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ২০১২-এ নিয়েছিলেন। গোলরক্ষক হলেন পিটার চেক

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা