ওড়ছা

মানববসতি
(Orchha থেকে পুনর্নির্দেশিত)

ওড়ছা (ইংরেজি: Orachha) ভারতের মধ্য প্রদেশ রাজ্যের নিওয়ারী জেলার একটি নগর পঞ্চায়েত-শাসিত শহর।

ওড়ছা
শহর
ওড়ছা মধ্যপ্রদেশ-এ অবস্থিত
ওড়ছা
ওড়ছা
মধ্য প্রদেশ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৫°২১′ উত্তর ৭৮°৩৮′ পূর্ব / ২৫.৩৫° উত্তর ৭৮.৬৪° পূর্ব / 25.35; 78.64
দেশ ভারত
রাজ্যমধ্য প্রদেশ
জেলানিওয়ারী
জনসংখ্যা (২০০১)
 • মোট৮,৪৯৯
ভাষা
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

ইতিহাস সম্পাদনা

বুন্দেলখন্ড অঞ্চলে মধ্য ও উত্তর ভারতের অংশগুলিকে আচ্ছাদিত ওড়ছা রাজ্য-এর কেন্দ্র হিসাবে শহরটি ১৫০১ সালের কিছু সময় পরে রাজপুত শাসক রুদ্র প্রতাপ সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল । তিনি ওর্ছা দুর্গও তৈরি করেছিলেন। চতুর্ভুজ মন্দিরটি ওর্ছার রাণী গণেশ কুঁওয়ার (गणेश कुँवर) দ্বারা নির্মিত হয়েছিল, যেখানে রাজ মন্দিরটি 'রাজা মধুকর শাহ' তাঁর শাসনামলে, ১৫৫৪ থেকে ১৫৯১ সালে নির্মাণ করেছিলেন।

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ওরছা বেতোয়া নদীর তীরে অবস্থিত, টিকামগড় থেকে ৮০ কিমি এবং উত্তর প্রদেশের ঝাঁসি থেকে ১৫ কিমি দূরে ।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ওড়ছা শহরের জনসংখ্যা হল ৮৪৯৯ জন।[১] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।

এখানে সাক্ষরতার হার ৫৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬৪% এবং নারীদের মধ্যে এই হার ৪২%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ওড়ছা এর সাক্ষরতার হার কম।

এই শহরের জনসংখ্যার ১৮% হল ৬ বছর বা তার কম বয়সী।

যোগাযোগ সম্পাদনা

ওরছার নিকটতম বিমানবন্দর হল গোয়ালিয়র বিমানবন্দর ।

ওরছা রেলওয়ে স্টেশন হল উত্তর মধ্য রেলওয়ের ঝাঁসি- মানিকপুর সেকশন । ওরছা স্টেশনে নেমে অটোরিকশা নিয়ে মন্দির কমপ্লেক্সে যেতে পারে।

বীরাঙ্গনা লক্ষ্মীবাই জংশন (ঝাঁসি)- প্রয়াগরাজ এক্সপ্রেস এখানের প্রধান ও একমাত্র সংরক্ষিত ট্রেন (অবাতানুকুল)।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭