অভিলক্ষ্য

(Objective lenses থেকে পুনর্নির্দেশিত)

অবজেক্টিভ (Objective) হল দূরবীক্ষণ যন্ত্রের প্রধান আলোক সংগ্রাহক যন্ত্র।[১] এটি কতোখানি নিখুঁত প্রতিবিম্ব তৈরি করতে পারে তার উপর এর দক্ষতা নির্ভর করে। বিভিন্ন ধরনের অপেরণ জনিত ত্রুটিও এটি দূর করতে পারে।

মাইক্রোস্কোপের অভিলক্ষ্য।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Paschotta, Dr Rüdiger। "Objectives"www.rp-photonics.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৪