নর্ডফ-রবিনের সঙ্গীত চিকিৎসা

সংস্থা
(Nordoff–Robbins music therapy থেকে পুনর্নির্দেশিত)

নর্ডফ-রবিনের সঙ্গীত চিকিৎসা এমন একপ্রকার চিকিৎসা ; যা সঙ্গীতের মাধ্যমে প্রদান করা হয়। এই সঙ্গীত চিকিৎসা সৃজনশীল সঙ্গীত চিকিৎসা হিসেবেও পরিচিত। পল নর্ডফক্লিভ রবিনস ১৯৫৮ সাল থেকে ১৭ বছর ধরে কাজ করে এই চিকিৎসার বিকাশ ঘটান।[১][২] এই চিকিৎসার প্রবর্তন প্রকৃতপক্ষে সেই সব শিশুদের জন্য করা হয়েছিল যারা শারীরিক এবং মানসিকভাবে অক্ষম বা যেসব শিশুর বেড়ে উঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা যায়।[৩] এই চিকিৎসার প্রাথমিক বিকাশের ক্ষেত্রে রুডলফ স্টেইনারের দর্শন এবং শিক্ষার প্রভাব কাজ করেছে। রুডলফ স্টেইনারের দর্শন অনুযায়ী মানুষের আধ্যাত্মিক শক্তির সাথে যোগাযোগের ক্ষমতা আছে।[৪] নর্ডফ রবিনের সঙ্গীত চিকিৎসার ভিত্তি হচ্ছে এমন এক প্রকার বিশ্বাস যেখানে মনে করা হয় যতই অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম হোক না কেন, প্রত্যেকেই সঙ্গীত শুনলেই প্রতিক্রিয়া জানাবে। বিশ্বাস করা হয় সঙ্গীতের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এটি মানুষের সাথে মানুষের সাথে মানুষের যোগাযোগ বৃদ্ধিতে ,মানসিক শক্তি বৃদ্ধিতে এবং দক্ষ ও সৃজনশীল ভাবে বাস করার ক্ষেত্রে ভূমিকা রাখে।[১] নর্ডফ রবিনের সঙ্গীত চিকিৎসা পুরো বিশ্বজুড়ে চর্চিত হয়।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Karkou, Vassliki (২০০৬)। Arts Therapies: A Research-based Map of the FieldElsevier Health Sciences। পৃষ্ঠা 132ff.। আইএসবিএন 978-0443072567 
  2. Adler, Constance (ফেব্রুয়ারি ১১, ১৯৯১)। "See Me, Feel Me, Touch Me, Heal Me"New York 
  3. Nordoff, Paul; Robbins, Clive (২০০৪)। Therapy in Music for Handicapped Children। Barcelona Publishers। আইএসবিএন 978-1891278198 
  4. Guerrero, Nina; Marcus, David; Turry, Alan (২০১৪)। "Nordoff–Robbins Music Therapy"। Wheeler, Barbara। Music therapy Handbook (2nd সংস্করণ)। Phoenixville: Guilford। আইএসবিএন 9781462518036 
  5. Simpson, Fraser (২০০৯)। The Nordoff-Robbins adventure : fifty years of creative music therapy। London.: James & James Publishers। আইএসবিএন 9781906507060 

বহিঃসংযোগ সম্পাদনা