নাদির শাহ (আম্পায়ার)

বাংলাদেশি ক্রিকেট আম্পায়ার
(Nadir Shah (umpire) থেকে পুনর্নির্দেশিত)

নাদির শাহ (জন্ম ৭ ফেব্রুয়ারি ১৯৬৪ - ১০ সেপ্টেম্বর ২০২১ ) একজন বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার। তার পৈতৃক বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন পরিষদ এর গছাহার শাহাপাড়া গ্রামে। ওই এলাকার শিক্ষানূরাগী আলোকডিহি জে বি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জান বকস্ শাহ্ এর পূত্র ডাঃ শাহ্ আব্দুল মজিদ এর পুত্র তিনিি। []

নাদির শাহ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
নাদির শাহ
জন্ম(১৯৬৪-০২-০৭)৭ ফেব্রুয়ারি ১৯৬৪
ঢাকা, বাংলাদেশ
মৃত্যু১০ সেপ্টেম্বর ২০২১(2021-09-10) (বয়স ৫৭)
আম্পায়ারিং তথ্য
ওডিআই আম্পায়ার৪০ (২০০৬–২০১১)
এফসি আম্পায়ার৪৭ (২০০২–বর্তমান)
এলএ আম্পায়ার৮৬ (১৯৯৭–বর্তমান)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
উৎস: ক্রিকেটআর্কাইভ, ৯ অক্টোবর ২০১২

আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের একজন সদস্য হিসেবে, ২০০৬ সালের মার্চে বগুড়ায় বাংলাদেশ বনাম কেনিয়ার মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমে তার অভিষেক ঘটে। তার ভাই জাহাঙ্গীর শাহ, বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

সমালোচনা

সম্পাদনা

অক্টোবর ২০১২ সালে, ২০১২ আইসিসি বিশ্ব টি২০-এর সময় তিনি একটি টিভির ফাঁদে ধরা পড়েন। যাতে টিভির এক সাংবাদিক জুয়াড়ি সেজে নাদির শাহসহ বেশ কয়েকজন আম্পায়ারকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেন। অর্থ পেলে মাঠে যেকোনও সিদ্ধান্ত দিতে রাজি হন তারা। নাদির শাহ পরে সেই অভিযোগ অস্বীকার করেন।[] ২০১৩ সালে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দশ বছরের জন্য নিষিদ্ধ করে।[] পরে তার আবেদনের প্রেক্ষিতে ফেব্রুয়ারি ২০১৬ সালে বিসিবি তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এবং ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করার অনুমতি পান।[]

মৃত্যু

সম্পাদনা

নাদির শাহ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ১০ সেপ্টেম্বর ২০২১ সালে ভোর পৌনে ৪টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আম্পায়ার নাদির শাহ আর নেই"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১০ 
  2. "Six cricket umpires 'caught' by TV sting during T20 World Cup"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। মুম্বাই। টিএনএন। ৯ অক্টোবর ২০১২। ১৫ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১২ 
  3. "Umpire Nadir Shah banned for 10 years by Bangladesh"বিবিসি স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৩ 
  4. "মাঠে ফিরলেন আম্পায়ার নাদির শাহ"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. প্রতিবেদক, ক্রীড়া। "চলে গেলেন আম্পায়ার নাদির শাহ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]