মালীয় ফুটবল ফেডারেশন
মালীয় ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Malienne de Football, ইংরেজি: Malian Football Federation; এছাড়াও সংক্ষেপে এফএমএফ নামে পরিচিত) হচ্ছে মালির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৬৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মালির রাজধানী বামাকোয় অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৬০[১] |
সদর দপ্তর | বামাকো, মালি |
ফিফা অধিভুক্তি | ১৯৬৪[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৬৩ |
সভাপতি | মামুতু তুরে |
সহ-সভাপতি | কাসুম কুলিবালি |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি মালির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মালীয় প্রিমিয়ার বিভাগ, মালীয় কাপ এবং মালি জাতীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মালীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মামুতু তুরে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইব্রাহিমা সাঙ্গারে।
কর্মকর্তা
সম্পাদনা- ২০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | মামুতু তুরে |
সহ-সভাপতি | কাসুম কুলিবালি |
সাধারণ সম্পাদক | ইব্রাহিমা সাঙ্গারে |
কোষাধ্যক্ষ | কনিবা মাইগা |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | সালাহা বেবি |
প্রযুক্তিগত পরিচালক | মোহামেদ মাগাসুবা |
ফুটসাল সমন্বয়কারী | আব্দু মাইগা |
জাতীয় দলের কোচ (পুরুষ) | মোহামেদ মাগাসুবা |
জাতীয় দলের কোচ (নারী) | মোহামেদ সালুম হুসেইন |
রেফারি সমন্বয়কারী | সিদি মাগাসা |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ফিফা-এ মালীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ মালীয় ফুটবল ফেডারেশন (ইংরেজি)