ম্যালকম আর্থার স্মিথ

ইংরেজ উভচর ও সরীসৃপবিদ
(Malcolm Arthur Smith থেকে পুনর্নির্দেশিত)

ম্যালকম আর্থার স্মিথ (ইংরেজি: Malcolm Arthur Smith) (১৮৭৫, নিউ ম্যাল্ডেন, সারে - ১৯৫৮, অ্যাস্কট) ছিলেন একজন উভচর-সরীসৃপবিদ এবং চিকিৎসক যিনি মালয় উপদ্বীপে কর্মরত ছিলেন।

প্রথম কাল সম্পাদনা

শৈশবে তিনি উভচরসরীসৃপের উপর আগ্রহী ছিলেন। ১৮৯৮ সালে লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞানশৈল্যবিদ্যায় শিক্ষা গ্রহণ শেষে তিনি তৎকালীন শ্যাম রাজ্যের ব্যাংককে ব্রিটিশ দূতাবাসের চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়ে সেখানে চলে আসেন।

কাজ সম্পাদনা

তিনি শ্যামের রাজকীয় আদালত এবং রাজ-পরিবারের চিকিৎসক হিসেবেও নিয়োগ লাভ করেন[১]উভচর এবং সরীসৃপ পর্যবেক্ষণের ফলে প্রাপ্ত ফলাফল তিনি প্রকাশ করেন। তিনি লন্ডন জাদুঘরে তার শিক্ষা সম্পূর্ণ করার জন্য ১৯২৫ সালে ব্যাংকক ত্যাগ করেন।

প্রকাশনা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Smith, MA 1947. A Physician at the Court of Siam

বহি:সংযোগ সম্পাদনা