অ্যাঙ্গোলার গণমুক্তি আন্দোলন

(MPLA থেকে পুনর্নির্দেশিত)

অ্যাঙ্গোলার গনমুক্তিআন্দোলন - শ্রম পার্টি (পর্তুগিজ:Movimento Popular de Libertação de Angola - Partido do Trabalho) অ্যাঙ্গোলার একটি রাজনৈতিক দল। এই দলটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।[১] দলটি EME নামক পত্রিকা প্রকাশ করে থাকে। দলটির তরুণ সংগঠন হল Juventude do Movimento Popular da Libertação de Angola ।

১৯৯২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থী জোসে এদুয়ার্দু দশ সাঁন্তুশ (José Eduardo dos Santos) ১ ৯৫৩ ৩৩৫ ভোট (৪৯.৫৭%) পেয়ে জয়লাভ করেন। ১৯৯২ সালের সংসদীয় নির্বাচনে দলটি ২ ১২৪ ১২৬ ভোট পেয়েছিল (৫৩.৭৪%, ১২৯টি আসন)। দলটি সোশালিস্ট ইন্টারন্যাশনাল নামক সমাজবাদী আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Popular Movement for the Liberation of Angola | MPLA, UNITA, Facts, & History | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-১২-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫ 

বহিঃসংযোগ সম্পাদনা