কিরগিজস্তানের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(List of World Heritage Sites in Kyrgyzstan থেকে পুনর্নির্দেশিত)

জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠনের (ইউনেস্কো) বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলি হচ্ছে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনে বর্ণিত সাংস্কৃতিক বা প্রাকৃতিক ঐতিহ্যের গুরুত্বের জায়গাগুলো। নিচে তালিকা এবং কির্গিজস্তানের স্থানগুলোর পরীক্ষামূলক তালিকা দেয়া হল। (মানদণ্ডের জন্য নির্বাচন মানদণ্ডসমূহ দেখুন)

বিশ্ব ঐতিহ্যবাহী তালিকাভুক্ত বৈশিষ্ট্য[১]

সম্পাদনা
নাম তারিখ [২] মানদণ্ড প্রদেশ চিত্র
সুলায়মান অতি পবিত্র পর্বত ২০০৯ III,IV অশ প্রদেশ  
চীন, কাজাখস্তান ও কিরগিজস্তানে তিয়ান সান সিল্ক রোড এলাকা ২০১৪ II,III,IV,V,VI
পশ্চিম তিয়ান সান ২০১৬ VII,VIII,IX,X জালাল-আবদ প্রদেশ  

তাত্ত্বিক তালিকার বৈশিষ্ট্যমূলক তালিকা[৩]

সম্পাদনা
নাম তারিখ[২] মানদণ্ড প্রদেশ চিত্র
সাইমালি-টাশ পেট্রোগ্লিপ্স ২০০১ III,IV,VI জালাল-আবদ প্রদেশ  

তথ্যসূত্র এবং টীকা

সম্পাদনা