কলম্বিয়ায় ইসলাম

(Islam in Colombia থেকে পুনর্নির্দেশিত)

পিউ রিসার্চ সেন্টারের পরিসংখ্যান অনুসারে কলম্বিয়ায় ১৪,০০০ জন মুসলমান বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার ০.০৩%।[১] দেশটির সান আন্দ্রেস, মারিনো, সান্তা মার্তা ও কার্তাগেনায় ইসলামি কেন্দ্র বিদ্যমান।

উমর ইবনুল খাত্তাব মসজিদ দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম মসজিদ

দেশটির রাজধানী বোগোতা ও মাইকাও শহরে ইসলামি শিক্ষাকেন্দ্র বিদ্যমান। মাইকাও শহরে দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম মসজিদ উমর ইবনুল খাত্তাব মসজিদ অবস্থিত। দেশটির অধিকাংশ মুসলমানই সিরীয়, লেবানিজফিলিস্তিনি বংশোদ্ভূত , যারা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ও বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটিতে আগমন করেছিল।[২]

দেশটির বন্দরনগরী বুয়েনভেন্তুরার আফ্রো কলম্বিয়ান মুসলমানরা নেশন অব ইসলামের শিক্ষাকে বহু বছর ধরে মেনে চলে আসছে।[৩]

দেশটিতে কাদিয়ানি সম্প্রদায়েরও উপস্থিতি বিদ্যমান।[৪]

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Muslimpopulation.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ মে ২০১১ তারিখে pewforum.org
  2. Klich, Ignacio, Jeff Lesser (১৯৯২)। Arab and Jewish immigrants in Latin America। Routledge। পৃষ্ঠা 58। আইএসবিএন 0-7146-4873-6 
  3. "How Islam took root in one of South America's most violent cities"। জানুয়ারি ১৭, ২০১৭। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৭, ২০১৭ 
  4. "Islamismo pretende llegar a varios países"। নভেম্বর ৩০, ২০১৪। সংগ্রহের তারিখ জুলাই ১৪, ২০১৪