ইলিয়াস শাহী রাজবংশ

বাংলার প্রথম স্বাধীন রাজবংশ
(Ilyas Shahi dynasty থেকে পুনর্নির্দেশিত)

ইলিয়াস শাহী বংশ মধ্যযুগে বাংলার প্রথম স্বাধীন রাজবংশ যা বাংলাকে চৌদ্দ এবং পনের শতকে শাসন করেছে। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ যিনি দিল্লির অধীন থেকে বাংলাকে আজাদ করে বাংলায় স্বাধীন সুলতানী কায়েম করেন। শামসুদ্দীন ইলিয়াস শাহ যদিও তার রাজধানী পান্ডুয়ায় স্থাপন করেন পরবর্তীতে ১৪৫৩ সালে নাসিরউদ্দীন মাহমুদ সেই রাজধানীকে লখনৌতিতে স্থাপন করেন।

১৪১৫ সালে ইলিয়াস শাহি বংশকে পরাজিত করে রাজা গণেশ রাজ্য দখল করে নেন। রাজা গণেশের ছেলে যাদু ইসলাম ধর্ম গ্রহণ করে জালাল উদ্দীন মোহাম্মদ শাহ নাম ধারণ করেন এবং তার পিতার উত্তরসুরি হন। তার ছেলে শামসউদ্দীন আহমেদ শাহ পরবর্তীকালে এন্তেকাল করলে শামসউদ্দীন ইলিয়াস শাহের উত্তরশুরী নাসিরউদ্দিন মাহমুদ শাহ পুনরায় ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করেন। ইলিয়াস শাহী বংশের শেষ উত্তরসুরি জালালউদ্দিন ফাতেহ শাহ তার হাবশী সেনাপতি কর্তৃক নিহত হলে ইলিয়াস শাহী বংশের সমাপ্তি ঘটে।

শাসকদের তালিকা সম্পাদনা

ধারনকৃত নাম ব্যক্তিগত নাম রাজত্বকাল
সুলতান শামসুদ্দীন
شمس الدين سلطان
ইলিয়াস শাহ
إلياس شاه
১৩৪২-১৩৫৮
সুলতান
سلطان
সিকান্দার শাহ
سكندر شاه
১৩৫৮-১৩৯০
সুলতান গিয়াসউদ্দীন
سلطان غياث الدين
আজম শাহ
أعظم شاه
১৩৯০-১৪১১
সুলতান সাইফউদ্দীন
سلطان سيف الدين
হামজা শাহ
حمزة شاه
১৪১১-১৪১৩
সুলতান
سلطان
মোহাম্মদ শাহ
محمد شاه
১৪১৩
সুলতান শিহাবউদ্দীন
سلطان شهاب الدين</small
শিহাবউদ্দীন বায়েজিত শাহ
بايزيد شاه
১৪১৩-১৪১৪
সুলতান আলাউদ্দীন
سلطان علاء الدين
আলাউদ্দীন ফিরোজ শাহ
فيروز شاه
১৪১৪-১৪১৫
সুলতান নাসিরউদ্দীন আবুল মোজাফ্ফর
سلطان ناصر الدین أبو المظفر
মাহমুদ শাহ
محمود شاه
১৪৩৫-১৪৫৯
সুলতান রোকনউদ্দীন
سلطان ركن الدين
বার্বাক শাহ
بربك شاه
১৪৫৯-১৪৭৪
সুলতান শামসউদ্দীন আবুল মোজাফ্ফর
سلطان شمس الدین أبو المظفر
ইউসুফ শাহ
يوسف شاه
১৪৭৪-১৪৮১
সুলতান দ্বিতীয় সিকান্দার শাহ
১৪৮১
সুলতান জালালউদ্দীন
سلطان جلال الدين
ফাতেহ শাহ
فتح شاه
১৪৮১-১৪৮৭
১৪৮৭ সালে হাবসি সেনাপতি ইলিয়াস শাহী বংশের বিলোপ ঘটান এবং নিজে ক্ষমতা দখল করে নেন।
পূর্বসূরী
দিল্লি সালতানাত
বাংলা সালতানাত
১৩৪২-১৪১৫
উত্তরসূরী
রাজা গণেশ
পূর্বসূরী
রাজা গণেশ
বাংলা সালতানাত
১৪৩৭-১৪৮৭
উত্তরসূরী
হাবসি শাসনকর্তা[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp.827-8

আরো দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা