হেলসিঙ্কি মেট্রো
ফিনল্যান্ডের বৃহত্তর হেলসিঙ্কির দ্রুত পরিবহন ব্যবস্থা
(Helsinki Metro থেকে পুনর্নির্দেশিত)
ইউরোপ মহাদেশের ফিনল্যান্ড রাষ্ট্রের রাজধানী হেলসিঙ্কির পাতাল ট্রেন ব্যবস্থার নাম হেলসিঙ্কি মেট্রো।
হেলসিঙ্কি মেট্রো | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
অবস্থান | Helsinki |
পরিবহনের ধরন | Rapid transit |
লাইনের (চক্রপথের) সংখ্যা | 2 |
বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা | 17 |
দৈনিক যাত্রীসংখ্যা | 194 349 (2005) |
চলাচল | |
চালুর তারিখ | 1982 |
পরিচালক সংস্থা | Helsinki City Transport |
কারিগরি তথ্য | |
মোট রেলপথের দৈর্ঘ্য | ২১.১ কিলোমিটার (১৩.১ মাইল)* |
রেলপথের গেজ | 1524 mm |
এটি বিশ্বের সবচেয়ে উত্তরে অবস্থিত মেট্রো সিস্টেম এবং ফিনল্যান্ডের একমাত্র মেট্রো। ২৭ বছর ধরে পরিকল্পনা ও নির্মাণ চলার পর ১৯৮২ সালের আগস্ট ২ তারিখে এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। হেলসিংকি সিটি ট্রান্সপোর্ট সংস্থাটি হেলসিংকি রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির হয়ে এই মেট্রোটি পরিচালনা করে। প্রতিবছর এই মেট্রো ৫ কোটি যাত্রী বহন করে থাকে।
এই মেট্রো সিস্টেমে একটি মাত্র দ্বিধাবিভক্ত লাইন রয়েছে, যার দৈর্ঘ্য ২১.১ কিলোমিটার এবং যাতে মোট ১৭টি স্টেশন রয়েছে।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে হেলসিঙ্কি মেট্রো সংক্রান্ত মিডিয়া রয়েছে।