হ্যালো!

ব্রিটিশ ম্যাগাজিন
(Hello! magazine থেকে পুনর্নির্দেশিত)

হ্যালো! (ইংরেজি: Hello!) একটি সাপ্তাহিক ব্রিটিশ ম্যাগাজিন, যা মূলত সেলিব্রেটিদের খবর ও ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্যাদি প্রকাশ। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ভারত, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, মেক্সিকো, তুরস্ক, রাশিয়া, গ্রিস, কানাডাতে ম্যাগাজিনটির সংস্করণ প্রকাশিত হয়। এছাড়া ২০০৭ সাল থেকে সার্বিয়াতেও এটি প্রকাশ পাচ্ছে।

হ্যালো!
বিভাগসেলিব্রেটি
প্রকাশনা সময়-দূরত্বসাপ্তাহিক
প্রথম প্রকাশ১৯৮৮
সর্বশেষ প্রকাশ
— সংখ্যা

-
কোম্পানিহ্যালো লিমিটেড (স্পেন)
দেশযুক্তরাজ্য
ওয়েবসাইটhellomagazine.com

ইতিহাস সম্পাদনা

ম্যাগাজিনটির মালিকানা স্বত্ব স্পেনীয় প্রকাশক এডোয়ার্ডো সানচেজ জুনকো। ১৯৮৮ সালে হোলা (¡Hola!) নামে একটি স্পেনীয় ম্যাগাজিন রূপে এর যাত্রা শুরু হয়। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওলা ! (Ohla !) নামে এর একটা ফরাসী সংষ্করণও প্রকাশিত হতো।

বহিঃসংযোগ সম্পাদনা