হেলিয়স
গ্রিক পুরাণে সূর্যের টাইটান দেবতা
(Helios থেকে পুনর্নির্দেশিত)
গ্রিক পুরাণে, হেলিয়স ছিল সূর্যের টাইটান দেবতা। হেলিয়স ছিল টাইটান হাইপেরিয়ন ও থেইয়ার সন্তান। ওশেনিড নিয়েরার গর্ভে হেলিয়সের ঔরসে ল্যাম্পেতিয়া ও ফিথুযা নামে দুইজন জলপরী জন্মায়। মাইনস এর স্ত্রী পাসিফাও তার মেয়ে। এছাড়া হেলিয়াদেস নামে হেলিয়সের ৭ জন মেয়ে রয়েছে। ওশেলিড পার্সেইসের গর্ভে তার ঔরসে সির্সে নামে এক কন্যা জন্মায়।
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |