গোমতী জেলা

ত্রিপুরার একটি জেলা
(Gomati district থেকে পুনর্নির্দেশিত)

গোমতী জেলা (ইংরেজি: Gomati district) হচ্ছে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের একটি প্রশাসনিক জেলা। এই জেলা ২০১২ সালের জানুয়ারিতে যখন ত্রিপুরায় নতুন চারটি জেলা বাড়ানো হয় তখন গঠিত হয়।[১] উদয়পুর হচ্ছে এই জেলার সদরদপ্তর। তীর্থমুখ হচ্ছে এই জেলার অমরপুর উপবিভাগের আরেকটি তীর্থকেন্দ্র।

ত্রিপুরার আটটি জেলা
ত্রিপুরা সুন্দরী মন্দির

ইতিহাস সম্পাদনা

ভূগোল সম্পাদনা

অন্য তীর্থকেন্দ্র তীর্থমুখ এই জেলার অমরপুর মহকুমায় অবস্থিত।

বিভাগসমূহ সম্পাদনা

উদ্ভিদ ও প্রাণী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Four new districts, six subdivisions for Tripura"DECCAN HERALD। ২৬ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা