ঘানা ক্রিকেট অ্যাসোসিয়েশন
(Ghana Cricket Association থেকে পুনর্নির্দেশিত)
ঘানা ক্রিকেট অ্যাসোসিয়েশন হল ঘানার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[১][২] সংস্থাটির সদর দপ্তর ঘানার আক্রায় অবস্থিত । ঘানা ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য। সংস্থাটি ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যপদ লাভ করে। এটি আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সহযোগী সদস্য।
ক্রীড়া | ক্রিকেট |
---|---|
কার্যক্ষেত্র | জাতীয় |
সংক্ষেপে | জিসিএ |
অধিভুক্ত | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
![]() |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Cricket hangs on in Ghana"। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৮।
- ↑ "Cricket Association of Ghana holds gathering for journalists - News Ghana"। www.newsghana.com.gh। ১৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৮।