তাড়ন বেগ

(Drift velocity থেকে পুনর্নির্দেশিত)

তাড়ন বেগ হলো কোনো কণা যেমন ইলেক্ট্রনের সেই বেগ যা সে তড়িৎ ক্ষেত্রের কারণে লাভ করে।

ইলেক্ট্রনের তাড়ন বেগ

তাড়ন বেগকে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয় :

যেখানে হলো প্রবাহ ঘনত্ব, is আধান ঘনত্ব (একক C/m3), এবং is the তাড়ন বেগ, and where is the ইলেক্ট্রন মোবিলিটি (একক (m^2)/V*s) এবং is the তড়িৎ ক্ষেত্র (একক V/m)

গাণিতিক ফর্মুলা সম্পাদনা

সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো আধান বাহকের তাড়ন বেগ নির্নোয়ের পদ্ধতি হলো :   যেখানে v হলো ইলেক্ট্রনের তাড়ন বেগ, I পদার্থের মধ্য দিয়ে প্রবাহ, n হলো আধান ঘনত্ব, A পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং q হলো আধান

বহিঃসংযোগ সম্পাদনা