সাইবারসেক্স

(Cybersex থেকে পুনর্নির্দেশিত)

সাইবারসেক্স (ইংরেজি: Cybersex) হল একপ্রকার ভার্চুয়াল যৌনতা (virtual sex) যেখানে কম্পিউটার নেটওয়ার্ক -এর মাধ্যমে বহুদূর থেকে সংযুক্ত দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের যৌন অনুভূতি ও ভাবের বর্ণনা করে অথবা যৌন-উদ্দীপক মেসেজ একে অপরকে বিনিময় করে।[১] এটি 'কম্পিউটার-সেক্স', 'ইন্টারনেট-সেক্স', 'নেটসেক্স', 'মুডসেক্স', 'হ্রস্বযৌনতা' এবং 'সাইবারিং' নামেও পরিচিত। সাইবারসেক্সে অনেকসময় বাস্তবিক হস্তমৈথুন ঘটে থাকে।[২] সাইবারসেক্সের প্রকৃতি নির্ভর করে পার্টনারদের নিজেদের মনের মধ্যে থাকা প্রাণবন্ত মানসিক চিত্রের স্মৃতিকে জাগানোর ক্ষমতার উপর। এক্ষেত্রে কল্পনাপ্রবণতা ও পারস্পরিক বিশ্বাস প্রচন্ড গুরুত্বপূর্ণ।ওয়েবক্যাম ব্যবহার করে সরাসরি ভিডিওর মাধ্যমে কৃত যৌন-আলাপ পার্টনারদের আরও মানসিকভাবে নিকটতর হতে সাহায্য করে।[৩] কিছু অনলাইন সোস্যাল গেম যেমন "রেড লাইট সেন্টার" সাইবারসেক্স ও অন্যান্য প্রাপ্তবয়স্ক ব্যবহারের জন্য তৈরী করা হয়েছে।

সাইবারসেক্সের ছবি

ব্যবহার সম্পাদনা

  • কিছু ফিকশন লেখক যারা বাস্তব যৌনদৃশ্যের বর্ণনা লিখতে আগ্রহী, তাদের চিন্তাভাবনার ঘনত্ব বাড়াতে এর ব্যবহার গুরুত্বপূর্ণ।
  • বাস্তব যৌন-ক্রিয়ার চেয়ে এখানে অংশগ্রহণকারীদের যোগদান অনেক সংকোচ-মুক্ত ও স্বতঃস্ফূর্ত হয়।

সুবিধা সম্পাদনা

  • ইহা যৌনবাহিত রোগ-এর বা অবাঞ্ছিত গর্ভধারণ-এর ঝুঁকি ছাড়াই যৌন-কামনা পরিতৃপ্ত করতে কার্যকরী। এটি কিশোরবয়সী ব্যক্তিদের শরীরের পক্ষেও সুরক্ষিত।
  • ভৌগোলিকভাবে অনেক দূরে থাকা সঙ্গীদের যৌন-সঙ্গম টিকিয়ে রাখতে সাইবারসেক্স সাহায্য করে। তাদের যৌনজীবনের অনেক সমস্যারও পারস্পরিক বিনিময় ঘটে।[৪]

সমালোচনা সম্পাদনা

  • সঙ্গীরা খুব অল্প পরিচয়ে একে অপরের সাথে যৌনসম্বন্ধ তৈরী করতে পারে, মনের চেয়ে শরীরের ঘনিষ্ঠতা বাড়ে।[৫]
  • সাইবারসেক্সে গোপনীয়তার বিষয়টি বিশেষ চিন্তা উদ্রেককারী; কেননা একজন পার্টনার অপরজনকে না জানিয়েই তাদের ভিডিও বা কথোপকথন রেকর্ড করে সর্বসমক্ষে প্রকাশ করে দিতে পারে।
  • বিবাহ-বহির্ভূত ইন্টারনেট রোমান্স দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনতে পারে; যা অনেকসময় বিবাহ-বিচ্ছেদের রূপও নিতে পারে।
  • বিশেষজ্ঞরা সাইবারসেক্স আসক্তি নিয়ে যথেষ্ট সচেতন হতে পরামর্শ দেন।[৬][৭][৮]

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • Deuel, N. R. (1996). "Our passionate response to virtual reality." in S. Herring (ed.), Computer-mediated communication: Linguistic, social and cross-cultural perspectives. Amsterdam: John Benjamins Publishing Company, 129-146. আইএসবিএন ১-৫৫৬১৯-৮০৩-৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. Hahn,Harley (1996). The Internet Complete Reference (2nd ed.). Osborne McGraw-Hill. p. 570. আইএসবিএন ০-০৭-৮৮২১৩৮-X. The goal of mud sex is the same as the goal of regular sex (without the babies): to bond temporarily in a way that is physically and emotionally satisfying. To do so, two people will exchange messages so as to lead one another into a high level of sexual arousal
  2. Hahn, Harley (1996). The Internet Complete Reference (2nd ed.). Osborne McGraw-Hill. p. 570. আইএসবিএন ০-০৭-৮৮২১৩৮-X. To be blunt, most mud sex is also accompanied by the people sexually gratifying themselves in real life at the
  3. Ruberg, Bonnie (2007-05-18). "What Counts as Cybersex?". The Village Voice. Retrieved 2010-04-20. ^ Hahn, Harley (1996). The Internet Complete Reference (2nd ed.). Osborne McGraw-Hill. p. 570. আইএসবিএন ০-০৭-৮৮২১৩৮-X. MUD SEX refers to the acting out of erotic feelings by two people while typing a series of sexually explicit messages. (Mud sex is also referred to as NET SEX or—on a TinyMud—TINYSEX.)
  4. Ito, Mizuko (1997). "Virtually Embodied: The Reality of Fantasy in a Multi-User Dungeon". In Porter, David. Internet Culture (pbk. ed.). Routledge. pp. 95–96. আইএসবিএন ০-৪১৫-৯১৬৮৪-৪. She describes virtual sex as akin to an interactive romance novel. The metaphor is crucial. The fantasy "text" is paramount, the real bodies nonexistent. She explains: "It is how you describe yourself and how you act (on the Internet) that makes up the 'real you'.... real life persons' looks mean so little to me..."
  5. Carton, Sean (1995). Internet Virtual Worlds Quick Tour. Ventana Press. p. 180. আইএসবিএন ১-৫৬৬০৪-২২২-৪. TinySex Simulated sexual activity done on a virtual world. Like the text equivalent of phone sex. It should be entered into with caution because you never know who's who online, and some people love enticing a person into an extended TinySex session and then posting a log of the activity to various newsgroups.
  6. Siemaszko, Corky (2006-02-02). "Cybersplit Online Affair Spurs Off-Line Divorce". New York Daily News. Retrieved 2010-04-20
  7. Cable, Amanda (2008-11-14). "Divorced from reality: All three accounts of the Second Life love triangle that saw a woman separate from her husband for having a cyber-affair". Mail Online. Retrieved 2010-04-20.
  8. Godson, Suzi (2002). The Sex Book. Cassell Illustrated. p. 258. আইএসবিএন ০-৩০৪-৩৫৯৯১-২