করমণ্ডল উপকূল

(Coromandel Coast থেকে পুনর্নির্দেশিত)

ভারতীয় উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলের নাম করমণ্ডল উপকূল (তামিল: சோழமண்டலக் கடற்கரை, প্রতিবর্ণী. চোলমণ্ডল কডরকরৈ)। এটি বঙ্গোপসাগরের সংলগ্ন। এর উপর সমগ্র তামিলনাড়ুঅন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল অংশ পড়ে। এই উপকূলের দক্ষিণ অংশে উপকূল থেকে একটু জমির ভিতরে পূর্বঘাট পর্বতমালা তীরের সমান্তরালে অবস্থিত। অনেক নদী পূর্ব ঘাটকে কেটে বিচ্ছিন্ন কয়েকটি অংশে ভাগ করেছে।

করমণ্ডল উপকূলে বছরে দু-বার বৃষ্টিপাত হয়। মৌসুমি বায়ু ফিরে যাওয়ার ফলে আকাশ প্রায় মেঘমুক্ত থাকে। তাই এই সময় খুব একটা বৃষ্টিপাত ঘটেনা। তবে প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়।