ক্রিস গ্রিন (ক্রিকেটার)

অস্ট্রেলীয় ক্রিকেটার
(Chris Green (cricketer) থেকে পুনর্নির্দেশিত)

ক্রিস্টোফার ক্রিস গ্রিন (জন্ম: ১ অক্টোবর ১৯৯৩) একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার[১] তিনি অলরাউন্ডারের ভূমিকায় খেলেন এবং ডানহাতি অফ ব্রেক বোলিং এবং ডানহাতি ব্যাট করেন। [২] তিনি বিগ ব্যাশ লিগে নিউ সাউথ ওয়েলস এবং সিডনি থান্ডারের হয়ে খেলেন।[২] তিনি ম্যানলি ওয়ারিঙ্গা জেলা ক্রিকেট ক্লাবের হয়ে সিডনি গ্রেড ক্রিকেটও খেলেন।বিবিএল০৪ ফাইনাল রাউন্ডে গ্রিন থান্ডারের হয়ে অভিষেক ঘটে।

ক্রিস গ্রিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামক্রিস্টোফার জেমস গ্রিন
জন্ম (1993-10-01) ১ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩০)
ডারবান, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডান-হাতি অফ ব্রেক
ভূমিকাঅলরাউন্ডার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৪/১৫-বর্তমাননিউ সাউথ ওয়েলস
২০১৪/১৫-বর্তমানসিডনি
২০১৭লাহোর কালান্দার্স

টি-টোয়েন্টি ক্রিকেট সম্পাদনা

ব্যক্তিগত জীবন সম্পাদনা

গ্রিন তার বাবার পক্ষে দক্ষিণ আফ্রিকান এবং তার মায়ের পক্ষে ব্রিটিশ।তার বাবা-মা ওয়ারেন এবং লিসা গ্রিন (গোল্ড), দুজনেই পেশাদার টেনিস খেলোয়াড় ছিলেন। [৩] গ্রিনের কাছে একটি ব্রিটিশ পাসপোর্ট আছে। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Barrett, Chris (২৬ জানুয়ারি ২০১৬)। "British passport gives Chris Green options, but Sydney Thunder tyro says focus is Australia"The Sydney Morning Herald 
  2. "Chris Green"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৪ 
  3. "State Push on For All-rounder Chris Green"Daily Telegraph। ২২ ডিসেম্বর ২০১৪। 

বহিঃসংযোগ সম্পাদনা