পুন্নাগ

উদ্ভিদের প্রজাতি
(Calophyllum inophyllum থেকে পুনর্নির্দেশিত)

পুন্নাগ একটি চির সবুজ বৃক্ষ। এটি ৮ থেকে ২০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর বৈজ্ঞানিক নাম Calophyllum inophyllum এবং এর অন্যান্য নামের মধ্যে সুন্দরী পাতা, আলেকজান্দ্রিয়ান লরেল, সুলতান চাঁপা উল্লেখযোগ্য।[২]

পুন্নাগ
Calophyllum inophyllum
Calophyllum inophyllum flower
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Malpighiales
পরিবার: Clusiaceae
উপপরিবার: Kielmeyeroideae
গোত্র: Calophylleae
গণ: Calophyllum
প্রজাতি: C. inophyllum
দ্বিপদী নাম
Calophyllum inophyllum
L.

অন্যান্য নাম সম্পাদনা

পুন্নাগকে নানা নামে জানে ও চেনে। যেমন সুলতান চম্পা, উডি, অণ্ডল, তুঙ্গ, উণ্ডী, নমেরু, নাগম, কাঠচাঁপা, পুন্নাগম, পুন্না, সুপর্ণক, পোলাগ, পোলাং, উনভগ, পুমান, বেতফল প্রভৃতি নামে পরিচিত।

বিবরণ সম্পাদনা

এই গাছ দেখতে মধ্যাকৃতির ও চিরসবুজ। ২০ থেকে ২৫ ফুট পর্যন্ত উঁচু হয়। গাছের পাতা দেখতে ডিম্বাকার অনেকটা বটের পাতার মতো। ফুল সুগন্ধযুক্ত। দেখতে সাদা রঙের। নাগেশ্বর উলের মতো। শ্রাবণ মাসে ফুল হয়, ভাদ্র-আশ্বিন মাসে ফল ধরে।

বিস্তৃতি সম্পাদনা

দক্ষিণ ভারত, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সমুদ্রোপকূলবর্তী স্থান, বোম্বাই প্রদেশের পূর্ব ও পশ্চিম অংশ, আন্দামান দ্বীপপুঞ্জ, বর্মা, মালয়, শ্রীলঙ্কা প্রভৃতি স্থানে জন্মে।

উপকারিতা সম্পাদনা

গাছার ছাল, পাতা, ফল, বীজ, আঠা নানা রোগ সারাতে ব্যবহার করা হয়। বীজ থেকে তৈরি তেল সন্ধিবাত, চর্মরোগ, দাদ, আমবাত, দুষ্ট ক্ষত, খোস-পাঁচড়া প্রভৃতিতে বাহ্য ব্যবহার করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Barstow, M. (২০১৯)। "Calophyllum inophyllum"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন2019: e.T33196A67775081। ডিওআই:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T33196A67775081.en । সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১ 
  2.  Calophyllum inophyllum was first described and published in Species Plantarum 1:513. 1753. "Calophyllum inophyllum"জার্মপ্লাজম রিসোর্স ইনফরমেশন নেটওয়ার্ক (জিআরআইএন)কৃষি গবেষণা পরিসেবা (এআরএস), মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১২