উপনির্বাচন

(By-election থেকে পুনর্নির্দেশিত)

উপনির্বাচন হল সংসদের বা অন্য কোন পরিষদের কোন সদস্যের মৃত্যু হলে, তিনি পদত্যাগ করলে বা অযোগ্য বলে ঘোষিত হলে, তার শুন্য আসন পূরণ করতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতীয় সংসদের কোন সদস্য একাধিক আসন থেকে নির্বাচিত হলে তাকে একটি আসন রেখে বাকি আসন ছেড়ে দিতে হয় এবং তার পরিত্যক্ত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[]

থাই নির্বাচনের একটি দৃশ্য

তথ্যসূত্র

সম্পাদনা
  1. নাগরিকদের জানা ভাল; মুহাম্মদ হাবিবুর রহমান; পৃষ্ঠা নম্বর: ৭৮-৭৯; দ্বিতীয় মুদ্রণ: ফেব্রুয়ারি ২০১৫; প্রথমা প্রকাশন