ব্রেট হার্ট

(Bret Hart থেকে পুনর্নির্দেশিত)

ব্রেট সারগিয়েন্ট হার্ট (জন্ম জুলাই ২, ১৯৫৭) একজন অবসর প্রাপ্ত কানাডিয়ান পেশাদার কুস্তিগির, অবসর প্রাপ্ত অপেশাদার কুস্তিগির, লেখক এবং অভিনেতা। তিনি হার্ট কুস্তি পরিবারের একজন সদস্য এবং দ্বিতীয় প্রজন্মের কুস্তিগির। ১৯৯০ সালের শুরুতে উত্তর আমেরিকান কুস্তিতে কৌশলগত কুস্তির জন্য তিনি বিখ্যাত। এছাড়াও তাকে সর্বকালের অন্যতম সেরা কুস্তিগির হিসেবে বিবেচ্য করা হয়। তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে তিনি তার অন্যনাম হিসেবে হিটম্যান ব্যবহার করেন।

ব্রেট হার্ট
২০২৩ সালে হার্ট
জন্ম নামব্রেট সারগিয়েন্ট হার্ট[][]
জন্ম (1957-07-02) ২ জুলাই ১৯৫৭ (বয়স ৬৭)
ক্যালগারি, আলবের্তা, কানাডা[]
শিক্ষা প্রতিষ্ঠানমাউন্ট রয়্যাল বিশ্ববিদ্যালয়[]
দাম্পত্য সঙ্গীজুলি স্মাদু
(বি. ১৯৮২; বিচ্ছেদ. ২০০২)

সিনজিয়া রোতা
(বি. ২০০৪; বিচ্ছেদ. ২০০৭)

স্টেফনি ওয়াশিংটন
(বি. ২০১০)
সন্তান
পরিবারহার্ট
হ্যারি স্মিথ, দাদা[]
ওয়েবসাইটbrethart.com
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামব্রেট "দ্য হিটম্যান" হার্ট[]
বাডি হার্ট[]
কথিত উচ্চতা৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)[]
কথিত ওজন২৩৫ পা (১০৭ কেজি)[]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
ক্যালগারি, আলবের্তা, কানাডা
প্রশিক্ষকস্টু হার্ট[][]
কাদসুচি আদাচি[]
কাজুও সাকুরাদা[]
অভিষেক১৯৭৮[১০]
অবসর২০০০[১১][]

হার্ট তার বাবা স্টু হার্ট এর স্টামপেড রেসলিং এ ১৯৭৬ সালে একজন রেফারি হিসেবে যোগ দেন এবং ১৯৭৮ সালে তার ইন রিং অভিষেক হয়। তিনি ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে ডাব্লিউডাব্লিউএফ থেকে (বর্তমান ডাব্লিউডাব্লিউই) এ অনেক সাফল্য অর্জন করেন। নভেম্বর ১৯৯৭ সালে মন্ট্রিয়ল স্ক্রিউজব এর কারণে ডাব্লিউডাব্লিউএফ ছেড়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং এ চলে আসেন। যেখানে তিনি ২০০০ সাল পর্যস্ত রেসলিং করেন। অক্টোবর ২০০০ সালে তিনি আনুষ্ঠানিক ভাবে অবসর নেন। তিনি ডাব্লিউডাব্লিউই তে ২০১০-২০১১ সালে ইন রিং প্রতিযোগিতায় ফিরে আসেন। ২০১০ সামারস্ল্যামে তিনি এর জেনারেল ম্যানেজার হিসেবে উপস্থিত থাকেন। তিনি রেসলম্যানিয়া ৯, রেসলম্যানিয়া ১০ এবং রেসলম্যানিয়া ১২ এর মেইন ইভেন্ট করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Historical Dictionary of Wrestling। Scarecrow Press, inc.। ২০১৪। পৃষ্ঠা 129। আইএসবিএন 978-0-8108-7926-3 
  2. Hart, Diana; McLellan, Kirstie (২০০১)। Under the Mat: Inside Wrestling's Greatest FamilyFenn। পৃষ্ঠা 22। আইএসবিএন 1-55168-256-7 
  3. "Bret Hart profile"। Online World of Wrestling। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-৩০ 
  4. "Bret 'Hitman' Hart honoured with MRU degree — 40 years after he dropped out"Calgary Sun। ৩১ মে ২০১৮। 
  5. "Exhibiting our pride"Slam! SportsCanadian Online Explorer। জানুয়ারি ২৩, ২০০০। ডিসেম্বর ২২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. "WWE Hall of Fame: Bret Hart"। WWE। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৫ 
  7. (Hart, Bret 2000)
  8. http://www.wwe.com/inside/bret-hart-interview-stu-hart-dungeon
  9. (Hart, Bret 2007, পৃ. 37)
  10. (Hart, Bret 2007, পৃ. 35–41)
  11. "Bret Hart retires"। Slam Canoe। অক্টোবর ২৭, ২০০০। 


উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি