ব্যাঙরূপী প্রাণী

(Batrachomorpha থেকে পুনর্নির্দেশিত)

ঐতিহ্যগতভাবে ব্যাঙরূপী প্রাণী (Batracomorpha বাট্রাকোমর্ফা) বলতে সাম্প্রতিককালে বিলুপ্ত হয়ে যাওয়া উভচর প্রাণীদেরকে বোঝায়, যারা সরীসৃপদের তুলনায় আধুনিক উভচরদের সাথে বেশি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। প্রায়শই টেমনোসপন্ডিলি (Temnospondyli) এবং লেপোসপন্ডিলি (Lepospondyli) নামের দুইটি বিলুপ্ত প্রাণীদলকে ব্যাঙরূপী প্রাণীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। শারীরবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সব আদি চতুষ্পদী প্রাণীই (Tetrapod টেট্রাপড) উভচর ছিল, কেননা তারা পানিতে ডিম পাড়ত; এগুলিকে চলতি রীতিতে জটিলদন্তী (labyrinthodonts) বা ছাদমস্তকীয় (stegocephalians) প্রাণী হিসেবে উল্লেখ করা হয়। এরূপ প্রস্তাবিত শ্রেণিবিন্যাসে ব্যাঙরূপী প্রাণীগুলি ঐসব আদি উভচরদের একটি শাখা গঠন করেছিল, এবং অন্যদিকে সরীসৃপরূপী প্রাণীগুলি অপর একটি শাখা গঠন করেছিল। যদিও আধুনিক উভচরদের জাতিজনি এখনও পুরোপুরি সঠিকভাবে বোঝা সম্ভব হয়নি, তা সত্ত্বেও তাদের পূর্বপুরুষেরা ব্যাঙরূপী প্রাণীদের একটি বংশধারা থেকেই উদ্ভূত হয়েছিল।[১] অন্য সমস্ত জীবিত চতুষ্পদী প্রাণী (সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী) সরীসৃপরূপী প্রাণীদের একটি বংশধারা ভ্রূণাবরণবিশিষ্ট প্রাণী (অ্যামনিওট Amniote) থেকে উৎপত্তি লাভ করেছিল। ভ্রূণাবরণীবিশিষ্ট প্রাণীরা আধিপত্য অর্জন করে এবং বাকী সমস্ত সরীসৃপরূপী প্রাণী ও বেশিরভাগ ব্যাঙরূপী প্রাণী বিলুপ্ত হয়ে গেছে।

ব্যাট্রাকোমর্ফা
সময়গত পরিসীমা: Devonian–Recent
পাঙ্গারপেটন , জুরাসিক এর একটি সালামেন্ডার
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী
পর্ব: কর্ডাটা
ক্ষুদ্র পর্ব: টেট্রাপোডা
দলীয়

তথ্যসূত্র সম্পাদনা

  1. Laurin, M. (1996): Phylogeny of Stegocephalians ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ ডিসেম্বর ২০০৩ তারিখে, from the Tree of Life Web Project