আনন্দপুর সাহিব

(Anandpur Sahib থেকে পুনর্নির্দেশিত)

আনন্দপুর সাহিব (ইংরেজি: Anandpur Sahib) ভারতের পাঞ্জাব রাজ্যের রূপনগর জেলার একটি শহর।

আনন্দপুর সাহিব
ਅਨੰਦਪੁਰ ਸਾਹਿਬ
শহর
আনন্দপুর সাহিবের মুখ্য আকর্ষণ তখত শ্রী কেশগড় সাহিব
আনন্দপুর সাহিবের মুখ্য আকর্ষণ তখত শ্রী কেশগড় সাহিব
আনন্দপুর সাহিব পাঞ্জাব-এ অবস্থিত
আনন্দপুর সাহিব
আনন্দপুর সাহিব
পাঞ্জাব (ভারত), ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ৩১°১৪′ উত্তর ৭৬°৩০′ পূর্ব / ৩১.২৩° উত্তর ৭৬.৫০° পূর্ব / 31.23; 76.50
দেশ ভারত
রাজ্যপাঞ্জাব (ভারত)
জেলারূপনগর
জনসংখ্যা (২০০১)
 • মোট১৩,৮৮৬
ভাষা
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
যানবাহন নিবন্ধনPB ১৬

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে আনন্দপুর সাহিব শহরের জনসংখ্যা হল ১৩,৮৮৬ জন।[১] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।

এখানে সাক্ষরতার হার ৭৩%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৭% এবং নারীদের মধ্যে এই হার ৬৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে আনন্দপুর সাহিব এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬,২০০৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা