আলফ্রেড আহো

(Alfred V. Aho থেকে পুনর্নির্দেশিত)

আলফ্রেড ভি আহো একজন কম্পিউটার বিজ্ঞানী। যিনি প্রোগ্রামিং ভাষা, কম্পাইলার এবং সম্পর্কিত অ্যালগরিদম এবং কম্পিউটার প্রোগ্রামিং এর শিল্প ও বিজ্ঞানের উপর তার পাঠ্যপুস্তকের জন্য সবচেয়ে বেশি পরিচিত। [১][২][৩]

তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের লরেন্স গুশমান অধ্যাপক। সেখানে তিনি কম্পিউটার বিজ্ঞান বিভাগের স্নাতকতর (Undergraduate) শিক্ষার ভাইস-চেয়ারের দায়িত্বে আছেন। ১৯৯৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এবং পুনরায় ২০০৩ এর বসন্তে তিনি ওখানকার চেয়ারের দায়িত্বে ছিলেন। কলাম্বিয়ায় যাওয়ার আগে তিনি বেল গবেষণাগার'র কম্পিউটিং বিজ্ঞান গবেষণাকেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট এর পদে ছিলেন। পিটার যে ওয়াইনবার্জার এবং ব্রায়ান কারণিহান এর সাথে একত্রে এডব্লিউকে প্রোগ্রামিং ভাষা(এখানে দিয়ে বোঝানো হয় আহো) তৈরি করার জন্যেই তিনি সর্বাধিক পরিচিতি পান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Aho, A.; Gottlob, G. (২০১৪)। "A front row seat to Communications' editorial transformation"। Communications of the ACM57 (4): 5। এসটুসিআইডি 21553189ডিওআই:10.1145/2582611 
  2. Aho, A.V. (১৯৯০)। "Algorithms for Finding Patterns in Strings"। Handbook of Theoretical Computer Science। MIT Press। পৃষ্ঠা 255–300। 
  3. Computerworld Interview with Alfred V. Aho ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত মে ২৯, ২০০৮ তারিখে