আলাস্কা উপদ্বীপ

(Alaska Peninsula থেকে পুনর্নির্দেশিত)

আলাস্কা উপদ্বীপ (ইংরেজি: Alaska Peninsula) উত্তর-পশ্চিম উত্তর আমেরিকার আলাস্কার মূল ভূখণ্ড থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৮০০ কিলোমিটার প্রসারিত একটি সরু উপদ্বীপ যা আলেয়ুটিয় দ্বীপপুঞ্জে গিয়ে শেষ হয়েছে। উপদ্বীপটি প্রশান্ত মহাসাগরকে ব্রিস্টল উপসাগর তথা বেরিং সাগর থেকে পৃথক করেছে।

আলাস্কা উপদ্বীপ ও এর আগ্নেয়গিরিসমূহ
আলাস্কা উপদ্বীপের উপগ্রহ চিত্র

উপদ্বীপটির পুরো দৈর্ঘ্য জুড়ে আলেয়ুটিয় আগ্নেয় পর্বতমালা অবস্থিত। এই পর্বতমালায় বহু মার্কিক-জাতীয় পার্ক ও বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা বিদ্যমান। আলাস্কা উপদ্বীপের দক্ষিণ অংশটি অত্যন্ত রুক্ষ ও পর্বতময়। অন্যদিকে উত্তর অংশটি সমতল ও কাদাময় জলাভূমিতে পূর্ণ। এর ব্রিস্টল উপসাগরের উপকূলীয় পানি ঘোলা, অগভীর ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পানি গভীর, পরিষ্কার ও তুলনামূলকভাবে শান্ত।

আবহাওয়া সম্পাদনা

শীতকালের গড় তাপমাত্রা -১১ থেকে ১ সেঃ এবং গ্রীষ্মকালে তা ৬ থেকে ১৫ সেঃ পর্যন্ত হয়ে থাকে। বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৬১০ থেকে ১৬৫০ মিঃ মিঃ [১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.fs.fed.us/land/pubs/ecoregions/ch7.html
  2. http://www.eoearth.org/article/Alaska_Peninsula_montane_taiga